একে অপরের দিকে বন্দুক দেগে ময়দানে নেমে পড়েছে ইজরায়েল-ইরান। মাঝে ২৩০০ কিলোমিটারের দূরত্ব। কিন্তু তা ভুলেই চলছে তাদের যুদ্ধ।
মঙ্গলবার নিয়ে টানা পাঁচ দিন ধরে যুদ্ধ যুদ্ধ খেলায় মেতে উঠেছে পশ্চিম এশিয়ার এই দুই দেশ। যার জেরে বিশ্ব জুড়েও তৈরি হয়েছে আশঙ্কা।
ইজরায়েল-ইরানের সংঘাত কিন্তু লাটে তুলতে পারে আপনার প্রতিদিনের ডায়েট। শুনতে আজব লাগলেও, এটাই সত্যি।
বহু মানুষই তাদের প্রতিদিনের ডায়েটে ফাইবার ও ভিটামিন বজায় রাখতে নানা ধরনের ড্রাই ফ্রুট রেখে থাকেন। যার মধ্য়ে উল্লেখযোগ্য কাজু, কিশমিশ, আখরোট, কাঠ-বাদাম।
আমরা যে সকল ড্রাই ফ্রুটস খেয়ে থাকি, তার বেশিভাগটাই আমদানি হয় এই সকল পশ্চিম এশিয়া ও মধ্যপ্রাচ্যের দেশ থেকে। বিশেষ করে পেস্তা ও কিশমিশের আমদানি হয় ইরান থেকেই।
আর যুদ্ধের পারদ যত চড়ছে, ততই বাড়ছে বাণিজ্য সংকট। ইতিমধ্যে, ইরানের একাধিক বাণিজ্যিক ক্ষেত্রে হামলা করেছে ইজরায়েল। পাল্টা হামলা চালিয়েছে ইরানও।
ইতিমধ্যেই বন্ধ হয়েছে ইরানের বিমান পরিষেবা। বন্ধ হয়েছে একাধিক বাণিজ্যিক রুট। যুদ্ধের পারদ চড়তে থাকলে আগামী দিনে নিরাপত্তার খাতিরে আরও পথ বন্ধ করবে তারা।
যার জেরে কার্যত বন্ধ হতে পারে আমদানি। হুহু করে দাম বাড়বে ড্রাই ফ্রুটসের। প্রভাব পড়তে পারে সাধারণের ডায়েটে।
এই প্রসঙ্গে বিশেষজ্ঞরা জানিয়েছেন, যে দিকে যুদ্ধের অভিমুখ ব্যবসা-বাণিজ্য় যে ক্ষতিগ্রস্থ হবে, তাতে কোনও সন্দেহই নেই। এমনকি, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ১৫ থেকে ২০ শতাংশ দাম বাড়বে ড্রাই ফ্রুটসের।