It is right or wrong to print photos of god and goddesses on wedding card, what says Premananda Maharaj

25th  March, 2025

বিয়ের কার্ডে ঠাকুরের ছবি রাখা শুভ না অশুভ? প্রেমানন্দ মহারাজ বললেন...

TV9 Bangla

image

Credit - Pinterest, X

বিয়ের কার্ড অনেকেই খুব ভেবেচিন্তে করেন। কেউ কেউ আবার বিশেষ স্টাইলে নিজের ভাবনার প্রকাশ করেন বিয়ের কার্ডে।

বিয়ের কার্ড অনেকেই খুব ভেবেচিন্তে করেন। কেউ কেউ আবার বিশেষ স্টাইলে নিজের ভাবনার প্রকাশ করেন বিয়ের কার্ডে।

প্রায়শই দেখা যায় বিয়ের কার্ডে পাত্র ও পাত্রীর পরিচয় থাকার পাশাপাশি দেব-দেবীর ছবিও ছাপানো থাকে। এটা ঠিক না ভুল?

প্রায়শই দেখা যায় বিয়ের কার্ডে পাত্র ও পাত্রীর পরিচয় থাকার পাশাপাশি দেব-দেবীর ছবিও ছাপানো থাকে। এটা ঠিক না ভুল?

এই প্রসঙ্গে বিশদে জানিয়েছেন বৃন্দাবনের আধ্যাত্মিক গুরু প্রেমানন্দ মহারাজ। তিনি জানিয়েছে, বিয়ের কার্ডে দেব-দেবীর ছবি ছাপানো শুভ না অশুভ।

এই প্রসঙ্গে বিশদে জানিয়েছেন বৃন্দাবনের আধ্যাত্মিক গুরু প্রেমানন্দ মহারাজ। তিনি জানিয়েছে, বিয়ের কার্ডে দেব-দেবীর ছবি ছাপানো শুভ না অশুভ।

বর্তমানে অনেকের মধ্যে ব্যাগ, পোশাকের উপর দেব-দেবীর ছবি ব্যবহারের প্রবণতা দেখা গিয়েছে। বিয়ের কার্ডে দেব-দেবীর ছবি রাখা তো সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে।

প্রেমানন্দ মহারাজ এক বক্তৃতায় জানিয়েছিলেন, এই ভাবে দেব-দেবীর ছবি ব্যবহার করা ভালো হয়। তিনি বলেন, 'ব্যাগ, কার্ডে ঈশ্বরের ছবি দেখলে আমার খারাপ লাগে।'

প্রেমানন্দ মহারাদের মতে, ব্যাগ, বিয়ের কার্ডে ঈশ্বরের ছবি ব্যবহার করবেন না। বিয়ের কার্ডে সরাসরি পাত্র-পাত্রীর নাম লেখাই ভালো।

বৃন্দাবনের গুরু প্রেমানন্দের কথায়, এ কাজ করলে দেব-দেবীর অপমান বলে বিবেচিত হয়। মানুষকে পাপী মনে করা হয়। তাই এ কাজ না করাই শ্রেয়।

বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা তাঁদের ব্যক্তিগত মতামত। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।