24 June 2024
গরমে গোপনাঙ্গে চুলাকানি! ভালো থাকতে কী করবেন
TV9 Bangla
প্যাঁচপ্যাঁচে গরমে ঘেমে ভিজে যান অনেকে। গায়ে ঘাম বসে কাজ করলে অনেকের ত্বকের সমস্যা দেখা দেয়।
গরমে অনেকের গায়েই ব়্যাশ বের হয়। চুলকানিও হয়। অনেকের আবার গোপনাঙ্গের আশপাশের এলাকাতেও চুলকানির সমস্যা দেখা যায়।
নারী, পুরুষ নির্বিশেষ গোপনাঙ্গে চুলকানির সমস্যা অস্বস্তি তৈরি করে। বাড়ির বাইরে বিষয়টি অপ্রস্তুতেও ফেলে।
ছত্রাক, ব্যাক্টেরিয়ার সংক্রমণে এই ধরনের সমস্যা হয়। গরমের সময় এটাই প্রধান সমস্যা।
তবে যৌনরোগের কারণেও যৌনাঙ্গ এবং আশপাশের অংশে চুলকানি হতে পারে। তবে সে বিষয়টির চিকিৎসা ভিন্ন।
গরমের কারণে এ রকম হওয়া আটকাতে যৌনাঙ্গের আশপাশ পরিষ্কার রাখতে হবে। ক্ষারের পরিমাণ কম- এ ধরনের সাবার ব্যবহার করা উচিত।
সুতির জামাকাপড় পড়তে হবে। অন্তর্বাস রোজ ধুতে হবে। গরমে পোশাক ঢিলেঢালা থাকলেই ভালো।
এর পাশাপাশি সংক্রমণ বেশি হলে অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিফাঙ্গাল ওষুধ ব্যবহার করতে হবে। সমস্যা জটিল হলে অবশ্যই চিকিৎসকের কাছে যান।
Learn more