23 MAY 2025

ট্যাক্সিতে তুলে যৌন নিগ্রহ করত মহিলাদের, গ্রেফতার প্রৌঢ়

credit:Shutterstock

TV9 Bangla

একের পর এক মহিলা যাত্রীকে গাড়িতে তুলে যৌন নির্যাতন এবং হেনস্থার অভিযোগ উঠল ৫৪ বছর বয়সী জাপানি ট্যাক্সি ড্রাইভারের বিরুদ্ধে।

গত বছর ২০ বছর বয়সী এক তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে অজ্ঞান করে বাড়িতে নিয়ে গিয়ে অশালীন আচরণ করেন। সেই ঘটনা ভিডিয়ো করে রাখেন।

জানা গিয়েছে ওই ট্যাক্সি ড্রাইভার নিজের বাড়ি এবং গাড়িতে প্রায় ৫০-এরও বেশি মহিলাকে যৌন নিগ্রহ করেছেন। শুধু তাই নয়, প্রায় ৩০০০ বেশি মহিলাদের অশালীন ভিডিয়ো উদ্ধার হয়েছে।   

অনুমতি ছাড়া যৌন মিলনের সন্দেহ এবং যৌন অঙ্গ-প্রত্যঙ্গের ভিডিয়ো ধারণের শাস্তির আইন লঙ্ঘনের অভিযোগে বুধবার ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে টোকিও পুলিশ।

নির্যাতিতা মহিলার চুলে ঘুমের ওষুধের চিহ্ন পাওয়া গিয়েছে। মোবাইল সহ অনান্য ডিভাইস থেকেও ওই মহিলা সহ আরও অনেকের ভিডিয়ো উদ্ধার হয়েছে।

ওই সব ভিডিয়োর মধ্যে বেশ কিছু বহু পুরনো ভিডিয়ো রয়েছে। যার মধ্যে কিছু ভিডিয়ো আবার ২০০৮ সালের বলে জানা গিয়েছে।

বিভিন্ন প্রতিবেদন অনুসারে গত অক্টোবর মাসেও আরও একটি মহিলাকে ড্রাগ দিয়ে তাঁকে লুট করার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল এই ড্রাইভারকে। ওই মহিলার থেকে ৪০,০০০ ইয়েন হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে।

প্রতিবেদনে বলা হয়েছে, অশালীন হামলার অভিযোগে ডিসেম্বরে আবারও তাকে হেফাজতে নেওয়ার আগে ছেড়ে দেওয়া হয়েছিল।