জুলাইতে মহাপ্রলয়! জাপানি বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণীতে হইচই
TV9 Bangla
Credit - Pinterest
জাপানের রিও তাতসুকি নামের এক ব্যক্তি রয়েছেন, যিনি 'জাপানি বাবা ভাঙ্গা' নামে জনপ্রিয়। যিনি বহু প্রাকৃতিক দুর্যোগ নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন।
জাপানের বিখ্যাত কমিকস শিল্পী রিও তাতসুকি। তিনি ১৯৮০-র দশক থেকে বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়, দুর্যোগ নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন।
স্বপ্নে ভবিষ্যৎ দেখার পর একখানা বইও লিখেছিলেন তাতসুকি। সেই বইটির নাম 'দ্য ফিউচার আই স।' অতীতে রিও জানিয়েছিলেন যে, ২০২০ সালে এক অজানা ভাইরাস পৃথিবীর নানা প্রান্তে মারাত্মক প্রভাব ফেলবে।
সেই সময় করোনার কারণে বহু মানুষ প্রাণ হারিয়েছিলেন। তাঁরই করা আর এক ভবিষ্যদ্বাণী নিয়ে চলছে হইচই। কারণ, রিও জানিয়েছিলেন যে, এই বছরের জুলাই মাসে জাপানে এক ভয়ঙ্কর সুনামি হবে।
জাপান এমনিতেই ভূমিকম্পপ্রবণ এলাকা। সেখানে যদি ভয়াবহ সুনামি হয়, তা হলে পুরো জাপানে ধ্বংসলীলা হতে পারে। যে কারণে জাপানে বসবাসকারীদের মধ্যে ভয়, আতঙ্ক ছড়িয়েছে।
রিও তাতসুকি জানিয়েছিলেন, ৫ জুলাই মহাপ্রলয় হবে। তাঁর দাবি জাপান কোনও না কোনও বড় প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়বে।
তিনি জানান, জাপান ও ফিলিপিন্সের মধ্যবর্তী সমুদ্রতলের নীচে একখানা ফাটল দেখা যাবে। সেই ভূমিকম্পের ফলে যে জলোচ্ছ্বাস তৈরি হবে, তা বিরাট ক্ষতি করবে।
বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা তাঁদের ব্যক্তিগত মতামত। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।