করোনার কোপে ধ্বংস হবে পৃথিবী! বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণীতে শোরগোল
TV9 Bangla
Credit - X, Freepik
ভারতে এই মুহূর্তে হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এখনও পর্যন্ত প্রায় ৩ হাজারের কাছাকাছি করোনা আক্রান্তের খবর মিলছে।
দেশের নাগরিকদের মধ্যে ইতিমধ্যেই করোনা নিয়ে আবারও ভয় জন্ম নিচ্ছে। এই পরিস্থিতিতে করোনা মহামারী নিয়ে জাপানের বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণীর কথা উঠে এসেছে।
বুলগেরিয়ার অন্ধ এক নারী বাবা ভাঙ্গা নামে পরিচিত। তিনি জীবিত থাকাকালীন পৃথিবীর নানা প্রান্তের একাধিক বিষয় নিয়ে ভবিষ্যদ্বাণী করেছিলেন। এবার পাওয়া গিয়েছে জাপানি বাবা ভাঙ্গাকে।
জাপানে রিও তাতসুকি নামক এক ব্যক্তি 'জাপানি বাবা ভাঙ্গা' নামে পরিচিতি পেয়েছেন। যিনি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন।
রিও তাতসুকি এক কমিকস শিল্পী। তিনি ১৯৮০-র দশক থেকে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস দিয়েছেন। তিনি স্বপ্নে ভবিষ্যৎ দেখে একটি বইও লিখেছিলেন, তা হল 'দ্য ফিউচার আই স' (১৯৯৯ সালে)।
রিও তাতসুকি জানিয়েছিলেন ২০২০ সালে অজানা ভাইরাস আসবে। পৃথিবীর নানা প্রান্তে তার প্রভাব ছড়াবে। ২০১৯ সালের শেষে করোনা ভাইরাস আসে। তারপর বহু মানুষ প্রাণ হারান।
করোনা ভাইরাস নিয়ে জাপানি বাবা ভাঙ্গা রিও ফের ভবিষ্যদ্বাণী করেছিলেন যে, ২০৩০ সালে মারাত্মক আকার ধারন করবে। বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা বহু জায়গায় বাড়ছে, তাই রিওর ভবিষ্যদ্বাণীতে শোরগোল পড়েছে।
এখানেই শেষ নয়, রিও এও জানিয়েছেন যে, এ বছরের জুলাইতে জাপানে এক ভয়াবহ সুনামি হবে। জাপানে এমনিতেই প্রচুর ভূমিকম্প হয়। তাতে যদি ভয়ঙ্কর সুনামি হয়, তাহলে জাপান ধ্বংস হতেও পারে। তাই সকলের মধ্যে ভয় ছড়াচ্ছে।