31 DEC 2024

২০০ দিনের বাম্পার অফার, নতুন বছরে নতুন প্ল্যান এনে চমকে দিল জিও

credit: Getty Images

TV9 Bangla

২০২৫ পড়ার আগেই গ্রাহকদের বড় সুখবর দিল জিও। নতুন বছর শুরুর আগেই নিয়ে এল দুর্দান্ত অফার। চলতি বছরে খানিকটা ব্যাকফুটে থাকলেও বর্ষ শেষের আগেই ফের চমক দিল জিও।

জিওর বিশেষ এই অফারে রয়েছে নানা ধরনের কুপন সহ আরও অনেক সুযোগ সুবিধা। জানেন কত টাকায়, কী কী সুবিধা পাবেন?

জিওর নতুন এই প্ল্যান দীর্ঘ মেয়াদী। নতুন প্ল্যানটির ভ্যালেডিটি ২০০ দিনের। এক বার রিচার্জ করলেই চলবে ২০০ দিন।

এই প্ল্যান রিচার্য করলে গ্রাহক জিও সহ যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড ফোন করার সুবিধা পাবেন।

প্রতিদিন থাকছে ১০০টি বিনামূল্যে এসএমএস-এর সুবিধা। থাকছে হাই স্পিড ডেটার সুবিধাও।

প্রতিদিন আনলিমিটেড ডেটার সঙ্গেই থাকছে ২.৫ জিবি হাইস্পিড ইন্টারনেটের সুবিধা। ২০২৫ সালের আগে এই আসা প্ল্যানের দাম ২০২৫ টাকা।

এছাড়াও জিও সিনেমা, জিও ক্লাউড, জিও টিভি অ্যাপগুলির সাবস্ক্রিপশন। সেই সঙ্গে ২৫০০ টাকার কেনাকাটা করলে এজিওতে ৫০০টাকা ছাড়।

ইসি মাই ট্রিপ দিয়ে প্লেনের টিকিট বুক করলে পাবেন ১৫০০টাকার ডিসকাউন্ট। সুইগীতে ৪৯৯ টাকার উপরে অর্ডার করলে পাবেন ১৫০ টাকা ছাড়।