জিও এবং এয়ারটেল, ভারতে এখন এই দুটি সংস্থার টেলিকম জগতে ভাল আধিপত্য রয়েছে। এই সব সংস্থার গ্রাহকের সংখ্যাও নেহাত কম নয়। কিন্তু জানেন কি দুটি সংস্থার মধ্যে কার প্ল্যান বেশি সস্তা?
জিও ১৯৮ টাকার প্ল্যান - রিল্যায়েন্স জিওর ১৯৮ টাকার প্ল্যানে প্রতিদিন ২ জিবি হাই স্পিড ডেটা, ফ্রি কলিং এবং ১০০টি এসএমএস করা যায়।
এই প্ল্যানটির বৈধতা ১৪ দিন। অর্থাৎ এক বার রিচার্জ করলেই ১৪দিন অবধি এই সব সুবিধা পাবেন।
জিও ৩৪৯ টাকার প্ল্যান - এই রিচার্জ প্ল্যানেও প্রতিদিন ২ জিবি ডেটা আনলিমিটেড ফোন করার সুবিধা পাওয়া যাবে।
থাকছে প্রতিদিন ১০০টি ফ্রি এসএমএস করার সুবিধা। ৩৪৯ প্ল্যানের বৈধতা ২৮ দিন। এবার দেখে নেওয়া যাক ২ জিবি ডেটা সহ এয়ার টেলের প্ল্যানগুলির দাম কত, কী কী সুবিধাই রয়েছে?
এয়ারটেল ১৯৯ টাকার প্ল্যান - এয়ারটেলের ১৯৯ টাকার প্ল্যানটির বৈধতা ২৮ দিন। যা জিওর থেকে দ্বিগুণ। রয়েছে শুধুমাত্র ২জিবি ডেটা, ১০০ এসএমএস এবং কলিং-এর সুবিধা।
এয়ারটেল ৩৭৯ টাকার প্ল্যান - এয়ারটেলের ৩৭৯ টাকার প্ল্যানটি ১ মাসের জন্য বৈধ। থাকছে প্রতিদিন ২ জিবি ডেটা, কলিং এবং ১০০ এসএমএস-এর সুবিধা।
এয়ারটেলের ১৯৯ টাকার প্ল্যানটি জিওর প্ল্যানের চেয়ে সস্তা হলেও যদি প্রতিদিন ডেটার ব্যবহার বেশি হয় তাহলে মুশকিল। অন্যদিকে, জিওর ৩৪৯ টাকার প্ল্যানটি এয়ারটেলের প্ল্যানের তুলনায় অনেকটাই সস্তা।