দীপান্বিতা লক্ষ্মী পুজোয় বসার আগে কীভাবে সাজাবেন?  

06 November 2023

কালীপুজোর দিন অনেকেই বাড়িতে লক্ষ্মীপুজো করেন। অলক্ষীকে বিদায় করে এদিন লক্ষ্মীর আরাধনা করা হয়, পুরোহিত ছাড়াও এই পুজো করতে পারেন বাড়িতে

যেহেতু লক্ষ্মীর পুজো আর তাই প্রথমেই বাড়ি পরিষ্কার রাখতে হবে। যে স্থানে নোংরা সেখানে লক্ষ্মী পা রাখেন না তাই আগে বাড়ি পরিষ্কার করুন

যেখানে পুজো হবে সেখানে আগে গঙ্গাজল ছিটিয়ে নিতে হবে। এরপর সেখানে পুজোর আসন পাতুন, জলচৌকির উপর লাল কাপড় বিছিয়ে দিন

ধান ছড়িয়ে তার উপর তামার ঘট পাততে হবে। এবার তার মধ্যে জল ভরে একটা সুপারি, কয়েন, কয়েক দানা চাল আর গাঁদাফুল দিয়ে উপর থেকে আম্রপল্লব বসিয়ে দিন

একদিকে রাখুল লক্ষ্মীর মূর্তি আর ডান দিকে রাখুন গণেশকে। এবার একটা বাটিতে ভরে আতপচাল রাখুন, থালায় হলুদ গুঁড়ো দিয়ে আঁকুন পদ্মফুল

এবার যেখানে পুজো করছেন ওখানে তিনটে বা পাঁচটে মাটির প্রদীপ জ্বালিয়ে দিতে হবে তেল দিয়ে। সব হলে বসুন পুজোর আয়োজনে

ধনলক্ষ্মীকে গাঁদার মালায় সাজিয়ে পুজো করুন। একটা পদ্মফুল নিবেদন করতে ভুলবেন না। মন্ত্রবলে পুজো করুন। লক্ষ্মীকে পান-সুপারি ও নারকেল নিবেদন করতে হবে

সঙ্গে ফল, মিষ্টি এসব নিবেদন করুন। সোনা, রূপো এসব থালায় রেখে সঙ্গে চাল, কড়ি সিঁদুর এসব রেখে, একটা প্রদীপ রেখে আরতি করুন