8th July, 2025

বাড়ির মূল দরজায় ছড়ান মাত্র একটা জিনিস, নিমেষে ঘুরবে ভাগ্যের চাকা!

TV9 Bangla 

Credit - Pinterest  

বাস্তুশাস্ত্র মতে ঘরে সুখ ও সমৃদ্ধি বজায় রাখার জন্য কিছু বিশেষ নিয়মের কথা উল্লেখ রয়েছে। বাড়ির মূল দরজা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বাড়ির মূল দরজা এবং দরজার সামনে থাকা পাপোশে একটি প্রতিকার করলেই যে কারও ভাগ্য ফিরতে পারে। চলুন জেনে নেওয়া যাক সেটি।

বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির প্রধান দরজার নীচে লবণ রাখলে ভালো কাজ করতে পারে। দরজার নীচে নুন রাখলে লক্ষ্মী দেবী আকর্ষিত হন।

সবসময় দেবী লক্ষ্মীর আশীর্বাদ সেই বাড়ির সদস্যদের উপর বজায় থাকে। এই টোটকা কাজে লাগালে ওই বাড়িতে থাকা সদস্যদের আয় বৃদ্ধি হয়। ব্যয় হ্রাস হয়। বিনিয়োগ করলে সুফল মেলে।

ঋণে জর্জরিত ব্যক্তিদের জন্য এই প্রতিকার খুব কার্যকরী। এমনটা করলে ঋণের বোঝা ঘাড়ে থাকা ব্যক্তিদের দীর্ঘসময় তা নিয়ে চিন্তা করতে হয় না। তাড়াতাড়ি ঋণ শোধের রাস্তা প্রশস্ত হয়।

এই প্রতিকার করলে সেই পরিবারের সদস্যরা কুনজর এড়াতে পারেন। এই টোটকা কাজে লাগালে বাড়ির মধ্যে উত্তেজক পরিস্থিতি, মারামারি, মতবিরোধ, তর্কের সম্ভবনা কমে যায়।

বাড়ির প্রধান দরজার কাছে বা পাপোশের নীচে এক চিমটি নুন চড়িয়ে দিলে ইতিবাচক শক্তি প্রবেশ করে। নেতিবাচক শক্তি দূর হয়।

বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা বাস্তুশাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।