1 August,, 2025
মাটির এই ৪ জিনিস সোনার থেকে কম নয়, ঘরে রাখলেই টাকা উপচে পড়বে
Credit - Meta AI TV(Bangla
TV9 Bangla
আগে এত নন-স্টিক বা স্টিলের বাসনের চল ছিল না। সকলেই মাটির পাত্র ব্যবহার করতেন। এখনও গ্রামাঞ্চলে অনেকে মাটির বাসন ব্যবহার করেন।
প্রাচীন রীতি
বাস্তুশাস্ত্রেও মাটির জিনিস ব্যবহার করা খুব শুভ বলে মনে করা হয়। এতে সুখ-সম্মৃদ্ধি আসে।
মাটির জিনিস
বাস্তু বিশেষজ্ঞরা বলেন, যে বাড়িতে মাটির পাত্র ব্যবহার করা হয়, সেখানে মা লক্ষ্মী সর্বদা বিরাজ করেন।
বাস্তুশাস্ত্র
সৌভাগ্য আনার জন্য ঘরে বিশেষ কিছু মাটির জিনিস রাখতে হয়। তাহলে সুখ-সম্মৃদ্ধি উপচে পড়ে।
মাটির কী কী রাখবেন
বাস্তু মতে, মাটির পাত্রে গাছ লাগালে ঘরে পজেটিভ এনার্জি তৈরি হয়। শান্তি বজায় থাকে।
গাছ
ঘরে মাটির তৈরি দেব-দেবীর মূর্তি রাখা খুব শুভ। উত্তর দিকে মাটির তৈরি মূর্তি রাখলে প্রচুর উপকার পাওয়া যায়।
দেবমূর্তি
প্রতিদিন সন্ধ্যায় ঘরের দরজায় মাটির প্রদীপ জ্বালানো উচিত। এতে ঘরে সুখ-সম্মৃদ্ধি আসে।
মাটির প্রদীপ
বাড়ির পূর্বদিকে জল ভর্তি পাত্র রাখা শুভ। এতে ঘরে দেব-দেবীর আশীর্বাদ বজায় থাকে।
পাত্র
আরও পড়ুন