13h July, 2025

বাড়ির দক্ষিণ দিকে রাখুন এই জিনিসগুলো, লক্ষ্মীর কৃপায় উপচে পড়বে টাকা!

TV9 Bangla 

Credit - Pinterest 

জীবনে বাস্তুশাস্ত্র মানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘরের রুম কোনদিকে হওয়া উচিত, রান্নাঘর কোনদিকে থাকা উচিত সব বলা আছে বাস্তুশাস্ত্রে।

বাস্তুশাস্ত্র উল্লেখ রয়েছে বেশ কয়েকটি জিনিসের কথা। যেগুলি বাড়ির দক্ষিণ দিকে রাখলে লক্ষ্মী দেবীর কৃপা বজায় থাকবে। জেনে নিন ওই তালিকায় কী কী রয়েছে?

বাস্তুশাস্ত্রে উল্লেখ রয়েছে যে, বাড়ির দক্ষিণ দিকের দেওয়ালে ফিনিক্স পাখির ছবি রাখা শুভ। এটি রাখলে অর্থকষ্ট দূর হয়। সম্পদ হাতে আসে। সেই বাড়িতে থাকা মানুষের স্বাস্থ্যও ভালো থাকে।

বাড়ির বিছানা কোথায় রাখবেন, তা খুব গুরুত্বপূর্ণ। যার ফলে বাস্তু দোষ তৈরি হতে পারে। বাস্তুশাস্ত্রে বলা হয়েছে যে, বিছানার মাথা সবসময় দক্ষিণ দিকে রাখা উচিত। এর ফলে জীবনে ইতিবাচক শক্তি বজায় থাকে।

বাড়ির দক্ষিণ দিকে ঝাড়ু রাখা ভালো। এটি দেবী লক্ষ্মীর সঙ্গে সম্পর্কিত। এই পরিস্থিতিতে ভুল দিকে বাড়ির ঝাড়ু রাখলে পরিবারে অর্থকষ্ট শুরু হতে পারে।

বাস্তু বিশেষজ্ঞ নিকিতা শর্মার মতে, ঝাড়ু সব সময় বাড়ির দক্ষিণ দিকে রাখা উচিত। এর ফলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ বজায় থাকে। একইসঙ্গে ধন সম্পদ বৃদ্ধি পায়। ঝাড়ু এমনভাবে রাখা উচিত, যাতে বাইরের ব্যক্তিরা তা দেখতে না পায়।

জেড গাছ বাড়ির দক্ষিণ দিকে রাখলে সম্পদ প্রাপ্তি হয়। এই গাছ চুম্বকের মতো অর্থ আকর্ষণ করে। বাড়ির দক্ষিণ দিকটিকে যম ও পূর্বপুরুষদের সঙ্গে সম্পর্কিত।

যার ফলে দক্ষিণ দিকে পূর্বপুরুষদের ছবিও রাখতে পারেন। তেমনটা করলে পূর্বপুরুষদের আত্মার শান্তি হয়। ও বাড়ির সকলের উপর পূর্বপুরুষদের আশীর্বাদ বজায় থাকে।

বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা বাস্তুশাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।