3rd July, 2025
বউ থাকবে সদা খুশি, ঘরে আসবে টাকার বান, ঘরে রাখুন এই জিনিস
TV9 Bangla
Credit - PTI
বাড়িতে অশান্তি লেগেই আছে? পরীক্ষা বা চাকরিতে সাফল্য আসছে না? তাহলে বাড়িতে এই জিনিস রাখুন। ফিরবে সুখ-সম্মৃদ্ধি। হাতে আসবে টাকাও।
ঘর সাজানোর জন্য অনেকেই বাড়িতে এখন রাখেন স্ফটিকের কচ্ছপ। শুধু ঘরের সৌন্দর্য্য বৃদ্ধিই নয়, এই কচ্ছপের বিশেষ গুণও রয়েছে।
স্ফটিকের কচ্ছপ কিন্তু ঘর সাজানোর জিনিস নয়। এর পিছনে রয়েছে বাস্তুশাস্ত্র। বাস্তু মতেই বলা হয়, ঘরে স্ফটিকের কচ্ছপ রাখা শুভ।
বাস্তুশাস্ত্রে বলা হয়, স্ফটিকের কচ্ছপ ঘরে রাখলে সুখ, সম্মৃদ্ধি আসে। বাড়িতে পজেটিভ এনার্জি বাড়ে।
স্ফটিকের কচ্ছপ রাখলে সম্পদ ও সাফল্য আসে। আর্থিক লাভ বাড়ে।
বাস্তু অনুসারে, স্ফটিকের কচ্ছপ ঘরে রাখলে নেগেটিভ এনার্জি দূর হয়। আর্থিক যে বাধা থাকে, তা দূর হয়।
একইসঙ্গে পরীক্ষা ও চাকরিতেও সাফল্য আসে ঘরে স্ফটিকের কচ্ছপ রাখলে। তবে ঘরের যেকোনও জায়গায় রাখা যায় না এই কচ্ছপ।
বাস্তুশাস্ত্র অনুযায়ী, ঘরের উত্তর-পূর্বে দিকে স্ফটিকের কচ্ছপ রাখতে হয়। এছাড়া ঘরের প্রবেশদ্বারের কাছে ভিতরের দিকে মুখ করে কচ্ছপ রাখতে পারেন।
আরও পডুন