14 JUN 2025

কেবল দুটি জিনিস দিয়েই রূপচর্চা সারেন কিয়ারা! জানেন কী?

credit:TV9

TV9 Bangla

তাঁর রূপের গুণে মুগ্ধ আট থেকে আশি সকলে। 'মেট গালা'র মঞ্চ হোক বা 'লাস্ট স্টোরিজ' কিংবা 'কবির সিং' সব চরিত্রে সব ভূমিকাতেই অনন্য তিনি।

যেমন তাঁর সাজ পোশাক, তেমন তাঁর ত্বকের জেল্লা। কিয়ারার মতো ত্বকের অধিকারী হতে চান অনেকেই। অভিনেত্রীর এই উজ্জ্বল ত্বকের রহস্য কী? একবার খোলসা করেছিলেন নিজেই।

কোন সংস্থার রূপচর্চার সামগ্রী ব্যবহার করেন কিয়ারা? সারা দিনে ত্বকের যত্ন নিতে কী কী করেন? তাঁর পরিচর্যার রুটিনে কতক্ষণ লাগে? এই সব নিয়ে মানুষের কৌতুহলের শেষ নেই।

রোজ যে কি রাঁধবেন এই ভেবে মাথা ব্যথা হয়ে যায় মা-কাকিমাদের। এই গরমে বেশি তেলমশলা দিয়ে খাবার খেলে শরীর খারাপ অবধারিত। আবার হালকা কিছু রান্না করলে তা খুব একটা মুখে রোচে না বাড়ির লোকের।

নিজের জেল্লার নেপথ্যের রহস্য এক সাক্ষাৎকারে খোলসা করেছেন নিজেই। কিয়ারা জানান তিনি নাকি ত্বকের পরিচর্যা করতে কেবল দুটি কাজ করেন।

কিয়ারা জানান, সকালে উঠে তিনি প্রথম দাঁত মাজেন। তারপর ফেসওয়াশ দিইয়ে ভাল করে মুখ ধুয়ে নেন। তার পর ময়েশ্চারাইজার লাগান।

ব্যস, বলি নায়িকার ত্বক পরিচর্যার রুটিনে থাকে কেবল এই দুটি ধাপ। অভিনেত্রী জানান, তিনি যে ময়েশ্চারাইজারটা মাখেন সেটাও খুব হালকা। তেলচিটে ভাব তার একদমই না পসন্দ।

এর সঙ্গে সানব্লক বা সানস্ক্রিন অপরিহার্য কিয়ারার জন্য। ভাল সানস্ক্রিন কেনা সবচেয়ে বেশি জরুরি বলেও জানান তিনি। অবশ্য তিনি জানান, যদি এমন কোনও ময়েশ্চারাইজার কেনেন, যাতে সানস্ক্রিনের বৈশিষ্ট্য রয়েছে, তা হলে নতুন করে কিনতে হবে না।

চড়া রোদে বেরোলে চিকিৎসক বা ত্বক বিশেষজ্ঞরাও বারবার সানস্ক্রিন মাখার পরামর্শ দেন।