26th  January, 2025

আপনার ছোট্ট শিশু বড় হয়ে আইনস্টাইন হবে? বলে দেবে জন্ম তারিখ

Credit -Canva, Pixabay 

TV9 Bangla

প্রত্যেকটি শিশুই বিশেষ। কিন্তু জ্যোতিষশাস্ত্র অনুসারে, কয়েকটি নির্দিষ্ট তারিখ রয়েছে, যেগুলিতে শিশুর জন্ম হলে, তারা অনন্য প্রতিভার অধিকারী হয়।

যে কোনও মাসের ৩টি তারিখে শিশুর জন্ম হলে সে পরবর্তীতে খুবই বুদ্ধিমান হয়। এই তারিখগুলি হল - ৫, ১৪ ও ২৩।

যে কোনও মাসের ৩টি তারিখে শিশুর জন্ম হলে সে পরবর্তীতে খুবই বুদ্ধিমান হয়। এই তারিখগুলি হল - ৫, ১৪ ও ২৩।

উল্লেখ্য, ৫, ১৪ ও ২৩ এই তারিখের মূলাঙ্ক ৫। ফলে এই তারিখে জন্ম নেওয়া ব্যক্তিদের নানা গুণ থাকে। এই তিনটি তারিখে জন্ম হওয়া বাচ্চারা বুদ্ধিমান হয়।  

মূলাঙ্ক ৫ এর অধিপতি হল বুধ। এই গ্রহ হল জ্ঞানের প্রতীক। যে ব্যক্তিদের জন্ম ৫, ১৪ ও ২৩ হয়, তারা ছেলেবেলা থেকেই বুদ্ধিমান হয়।

৫, ১৪ ও ২৩ এই তিনটি তারিখে জন্ম হওয়া বাচ্চারা পরে বুদ্ধিমান হওয়ার পাশাপাশি সাহসীও হন। নতুন জিনিস শেখার চিত্তাকর্ষক ক্ষমতা থাকে।

এই তিন তারিখে (৫, ১৪ ও ২৩) জন্ম হওয়া শিশুরা গল্প বলায় আগ্রহী হয়। এমনকি প্রযুক্তিতেও তাদের প্রাথমিক আগ্রহ দেখা যায়।

 মূলাঙ্ক ৫ এর মানুষরা কোনও চ্যালেঞ্জ নিতে ভয় পান না।  ব্যবসার ক্ষেত্রে ঝুঁকি নিতে পিছপা হয় না। ব্যবসাতে সফল হন।

বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা সংখ্যাতত্ত্ব ও জ্যোতিষশাস্ত্র থেকে প্রাপ্ত। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।