7 May, 2024
শ্যাম্পু নয়, এই ৫ কারণ দায়ী চুল পড়ার জন্য
credit: istock
TV9 Bangla
প্রতি মাসে পার্লারে গিয়ে স্পা করান। বাড়িতেও কাজে লাগান ঘরোয়া টোটকা। এছাড়াও নামী শ্যাম্পু, কন্ডিশনার মাখেন। কিন্তু কমে না চুল পড়া।
চুল পড়াকে প্রতিরোধ করতে আজকাল স্মুদিং, কেরাটিন কিংবা বোটক্সের সাহায্য নেয়। কিন্তু তাতেও কমে না চুল পড়ার সমস্যা।
বিশেষজ্ঞদের মতে, চুল পড়ার পিছনে শুধু প্রসাধনী দায়ী নয়। শারীরিক কারণেও আপনার চুল পিড়ার সমস্যা বাড়ে। সেগুলো কী-কী?
দেহে হরমোনের ভারসাম্যহীনতা চুল পড়ার সমস্যা বাড়িয়ে তোলে। যেমন পিসিওডি, থাইরয়েড ও মেনোপজের সময় চুল বেশি পড়তে থাকে।
বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে নতুন চুল গজানোর প্রক্রিয়াও ধীরে হয়ে যায়। তাই বয়স বাড়লে চুল পাতলা হয়ে যায়। চুল পড়ে এবং চুলের ঘনত্ব কমে যায়।
চুল পড়ার পিছনে জিনগত কারণও দায়ী হতে পারে। বংশে যদি অল্প বয়সে টাক পড়ার ইতিহাস থাকে, সেখান থেকে নিজেকে বাঁচাতে পারবেন না।
মানসিক চাপও চুল পড়ার জন্য দায়ী। অত্যধিক মানসিক চাপে স্ট্রেস হরমোনের মাত্রা বেড়ে যায়। এর জেরেও বাড়ে চুলের সমস্যা।
দীর্ঘদিন ধরে জন্মনিরোধক পিল বা রক্ত পাতলা করার ওষুধ খেলে চুলের সমস্যা দেখা দেয়। ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া থেকেও চুল পড়ে।
আরও পড়ুন