হলুদের ৫ অসধারণ উপকারিতা, জেনে রাখলে বিপদে বিরাট কাজে দেবে
TV9 Bangla
Credit - Canva
হলুদ হল একটি গাছের গ্রন্থিকাণ্ড থেকে প্রাপ্ত মশলা। যা বহু খাবারে ব্যবহৃত হয়। এই মশলা বহু পদের রং ও স্বাদ দুই-ই বদলে দেয়।
হলুদের গুণাবলী অনেক। এতে কারকিউমিন যৌগ থাকে। যা অত্যন্ত শক্তিশালী। এতে ভিটামিন সি, আয়রন, বি-৬, ক্যালসিয়াম, পটাসিয়াম, ফাইবার ও ম্যাগনেসিয়ামের মতো পুষ্টি মেলে।