6th July, 2025
টিপ পরলে সত্যিই কি স্বাস্থ্য ভালো থাকে? যোগশাস্ত্র বলছে...
TV9 Bangla
Credit - Pinterest, Getty Images
শাড়ি, কুর্তি, চুড়িদার এই সকল পোশাকের সঙ্গে একখানা টিপ না হলে যেন চলে না। আসলে চলে না বলতে, একটা টিপ ছাড়া সাজ যেন সম্পূর্ণ হয় না।
চোখে অল্প কাজল আর কপালের মাঝখানে একখানা টিপ, এই দুইয়ের যুগলবন্দি যে কোনও মহিলার সৌন্দর্য দ্বিগুণ করে দেয়।
দু'খানা ভ্রুর ঠিক মধ্যিখানে টিপ পরা হয়। আর ওই জায়গাটি হল শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্নায়ু বিন্দু। টিপ পরার সময় ওই জায়গায় আঙুল দিয়ে হালকা চাপ দিতে হয়। তাতে স্নায়ুগুলি আরও সচল হয়।
টিপ পরার সময় কপালে চাপ দিলে শরীরে রক্ত চলাচল আরও ভালো হয়, স্মৃতিশক্তি বাড়ে, যে কোনও কাজে মনোযোগ বাড়ে, যে কোনও অনুভূতি ক্ষমতাও বাড়ে।
টিপ পরলে যেহেতু স্নায়ু উত্তেজিত হয় তাই কানের পেশিও বেশ মজবুত হয়। পাশাপাশি শ্রবণ ক্ষমতা বাড়ে। সেইসঙ্গে টিপ পরলে দৃষ্টিশক্তি ভালো হয়।
যাঁরা নিয়মিত মাথা ব্যথায় কষ্ট পান, তাঁরা অবশ্যই টিপ পরতে পারেন। বিশেষজ্ঞদের মতে, কপালের মাঝে একটি বিশেষ চক্র থাকে। যাকে বলে অজ্ঞান চক্র।
টিপ পরার সময় দুই ভ্রুর মাঝে হালকা চাপ দিতে হয়। তখন অজ্ঞান চক্র সক্রিয় হয়। যার ফলে মাথা ব্যথা দূর হয়। সেইসঙ্গে মানসিক চাপ দূর হয়।
বিশেষজ্ঞদের মতে, যাঁরা নিয়মিত টিপ পরেন, তাঁদের মুখের পেশি মজবুত হয়। সেইসঙ্গে বলিরেখাও দূরে রাখা যায়।
আরও পড়ুন