29th December, 2024

বাথরুম, ওয়াশরুম, টয়লেট শব্দগুলো ব্যবহার তো করেন, অর্থ জানেন?

Credit - freepix

 দৈনন্দিন জীবনে বাথরুম, ওয়াশরুম এবং টয়লেট এই শব্দগুলির ব্যবহার আমরা প্রায়শই করে থাকি। বেশির ভাগ সময় এই আলাদা আলাদা শব্দগুলো একই জায়গার জন্য ব্যবহার করা হয়।

বাথরুম, ওয়াশরুম এবং টয়লেট এই শব্দগুলির ব্যবহার এক জায়গার জন্য করা হলেও এই শব্দগুলোর আলাদা আলাদা অর্থ রয়েছে।

এই তিনটি শব্দর অর্থগুলি কী কী জানেন? অবাক করার মতো হলেও অনেক শিক্ষিত মানুষ এই তিন শব্দের পার্থক্য জানেন না।

সকলের জানা উচিত কোন জায়গাকে বলে ওয়াশরুম। আর কোন জায়গাকে বলে বাথরুম এবং কোন জায়গাকে বলে টয়লেট। আসুন জেনে নেওয়া যাক এ শব্দগুলোর অর্থ।

বাথরুম খুব কমন একটা শব্দ। যা প্রতিটি বাড়িতে থাকে। যেখানে স্নান করার বন্দোবস্ত থাকে এবং টয়লেট সিট থাকে।

কিন্তু সব সময় সকলের বাড়ির বাথরুমে যে টয়লেট সিট থাকবে, তেমনটাও নয়। অনেক বাড়িতে টয়লেট সিট আলাদা থাকে।

ওয়াশরুম হল সেই জায়গা, যেখানে টয়লেট সিট থাকে। এবং বেসিন থাকে। ওয়াশরুমে সেখানে স্নান করার জাগয়া বা আলাদা করে জামাকাপড় বদলের জায়গা থাকে না।

আর টয়লেট হল সেই জায়গা যেখানে শুধু প্রস্রাব করা যায়। আলাদা করে হাত ধোওয়ার জায়গা থাকে না। এই তিন শব্দের অর্থ জেনে ব্যবহার করা ভালো।