4th July, 2025

রান্নাঘরের কোন জায়গায় ফ্রিজ রাখা শুভ? বাস্তুশাস্ত্র বলছে...

TV9 Bangla 

Credit - Getty Images

যে কারও বাড়ির অন্যতম গুরুত্বপূর্ণ স্থান রান্নাঘর। সকলের বিশ্বাস, সেখানে মা লক্ষ্মীর বাস। ফলে রান্নাঘর অগোছালো থাকলে মা লক্ষ্মী রেগে যান।

যার ফলে রান্নাঘরে কোন জায়গায় কী রাখবেন আর কোথায় কী রাখবেন না, তা জেনে নেওয়া ভালো। চলুন জেনে নেওয়া যাক বাস্তুশাস্ত্র মতে রান্নাঘরে ভারী জিনিস কোথায় রাখা ভালো।

বাস্তুশাস্ত্র অনুসারে, রান্নাঘরে ভারী জিনিসপত্র রাখার জন্য দক্ষিণ বা পশ্চিম দিক সবচেয়ে শুভ বলে মনে করা হয়।

রান্নাঘরে মাইক্রোওয়েভ, মিক্সার গ্রাইন্ডার, টোস্টার ইত্যাদি বৈদ্যুতিক যন্ত্রপাতি দক্ষিণ-পূর্ব কোণ রাখা উচিত।

বাস্তুশাস্ত্রে দক্ষিণ ও পশ্চিম দিক পৃথিবীর নানা উপাদানের সঙ্গে সম্পর্কিত। এই দিকে ভারী জিনিসপত্র রাখলে ঘরে স্থিতিশীলতা ও ভারসাম্য বজায় থাকে।

রান্নাঘরের সঠিক দিকে জিনিসপত্র রাখলে সেই পরিবারের সদস্যদের জীবনে স্থিতিশীলতা আসে। সুখ এবং সমৃদ্ধিও আসে।

বাস্তুশাস্ত্র অনুসারে দক্ষিণ বা পশ্চিম দিকে খাদ্যশস্য ও মুদিখানার জিনিসপত্র রাখা হলে ঘরে দেবী অন্নপূর্ণার বাস নিশ্চিত হয়। সেই বাড়িতে ধন-সম্পদের অভাব হয় না।

বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা বাস্তুশাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।