20 JAN 2025

একবার গেলে আর ফেরে না, ভারতের সবচেয়ে ভয়ানক জেল কোনটা জানেন?  

credit:Getty Images

TV9 Bangla

অপরাধ করলে এবং তা যদি আদালতে প্রমাণ হয় তাহলে শাস্তি পেতে হবে। সেই শাস্তি হল মূলত কারাবাস। মৃত্যু সাজা খুব কম ক্ষেত্রে দেওয়া হয়। জেলে থাকা সহজ নয়।

বিশেষ পৃথিবীতে এমন কিছু কারাগার আছে যেখানে যাওয়ার কথা শুনলে বুক কেঁপে যায়, বড় বড় অপরাধীদেরও। সে সব জায়গায় বাস করা বিপজ্জনক।

ভারতেও কিন্তু সেই রকম কয়েকটা কারাগার রয়েছে। যেখানে যাওয়ার কথা শুনলেই, বুকটা ধক করে ওঠে। জানেন ভারতের কোন জেল সবচেয়ে বেশি বিপজ্জনক?

তথ্য বলছে ভারতে মোট ১৩১৯টি জেল রয়েছে। ২০২১ সালের এনসিআরবি তথ্য অনুসারে তার মধ্যে ৪,২৫,৬০,৯ জন বন্দি রাখা যেতে পারে।

ভারতের সবচেয়ে বিপজ্জনক কারাগার রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। সেই কারাগারের নাম হল কুখ্যাত সেলুলার জেল। কালা পানির জেল নামেও পরিচিত এটি।

এই কারাগারকে দেশের সবচেয়ে বিপজ্জনক কারাগার হিসাবে বিবেচনা করা হয়। স্বাধীনতার আগে মুক্তিযোদ্ধাদের ব্রিটিশ সরকার এই জেলে রেখেই তাঁদের উপর অকথ্য অত্যাচার চালাতো।

মনে করা হয় এই কারাগারে একবার কোনও বন্দি গেলে আর ফিরে আসতে পারে না। এই কারণেই এই কারাগারের সাজাকে কালা পানির সাজাও বলা হয়।

১৮৯৬ সালে ব্রিটিশরা এই কারাগার নির্মাণ শুরু করে। ১০ বছর পরে ১৯০৬ সালে কাজ শেষ হয়। চারপাশে সমুদ্র মাঝে জেল বলে একে কালা পানি বলা হত।