যেন আস্ত একটি ফরেস্ট, বিশ্বের বৃহত্তম গাছ কোনটি জানেন?
credit:Getty Images
TV9 Bangla
বোটানিকাল গার্ডেনের 'দ্য গ্রেট বেনিয়ান ট্রি'র কথা প্রায় সকলেই জানেন। বিশাল তার ব্যাপ্তি। কিন্তু সেই গ্রেট বেনিয়ান ট্রি এই গাছের কাছে বাচ্চা।
জানেন বিশ্বের সবচেয়ে গাছ কোনটি? কোথায় অবস্থিত সেই গাছ? কত বড়ই বা ব্যাপ্তি? হদিস রইল এই প্রতিবেদনে।
বিশ্বের সবচেয়ে বড় এই গাছটি একটি বট গাছ। এই গাছ ভারতে রয়েছে। এই গাছটির নাম হল 'থিম্মামা মারিমানু'। হল অনন্তপুরের একটি বটগাছ, যা ভারতের অন্ধ্র প্রদেশের ছোট্ট গ্রাম কাদিরি থেকে ২৫ কিলোমিটার দূরে অবস্থিত।
এই গাছের বিস্তৃতি এতটাই যে তাকে গাছ না বললে গোটা একটা বন বললেও ভুল বলা হয় না। থিম্মামা মারিমানু গাছটির বিস্তার প্রায় ৫ একর জায়গা জুড়ে।
১৯৮৯ সালে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে বৃহত্তম গাছ হিসাবে নাম ওঠে।
থিম্মামা মারিমানু গাছটির বয়স ৫৫০ বছর বেশি। এই গাছের বৈশিষ্ট্য হল এই গাছ উঁচুতে বেশি বাড়ে না। কিন্তু চারপাশে নিজের বিস্তার ঘটাতে থাকে।
গাছের ঝুরি নেমে এসে মাটিতে প্রবেশ করে নতুন কান্ড গড়ে তোলে। এই গাছকে ঘিরে রয়েছে আধ্যাত্মিক বিশ্বাসও।
স্থানীয়দের বিশ্বাস, ১৫ শতকে থিম্মম্মা নামে এক মহিলা সতী হয়েছিলন। তাঁর শেষকৃত্য কাঠ থেকেই জন্ম হয় এই গাছের। বিশ্বাস এখানে পুজো দিলে মহিলাদের সন্তান লাভ হয়, গাছের ক্ষতি করলে অমঙ্গল হয়।