2 FEB 2025

এ যেন এক অন্য পৃথিবী, বিশ্বের বৃহত্তম গুহায় কী আছে জানেন?

credit:Getty Images

TV9 Bangla

অজন্তা-ইলোরা হোক বা কৈলাস, গোটা ভারত জুড়ে গুহার ছড়াছাড়ি। সেই গুহাতে পাথর কেটে খোদাই করা প্রাচীন ভাস্কর্য। যা দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন পর্যটকরা।

ভারতেই পাশেই রয়েছে নেপাল। সেখানে রয়েছে বোরা কেভস। বলা হয় সেটাই নাকি বিশ্বের গভীরতম গুহা। আচ্ছা বিশ্বের সবচেয়ে বড় গুহা কোনটি জানেন?

বিশ্বের সবেচেয়ে গভীরতম গুহা কিন্তু রয়েছে ভিয়েতনামে। ভিয়েতনামের ফোং নাহ-কে ব্যাং ন্যাশানাল পার্কেই রয়েছে বিশ্বের বৃহত্তম গুহা। যা সোন ডাং কেভ নামে পরিচিত।

বৃহত্তম এই গুহার উচ্চতা ২০০মিটার এবং দৈর্ঘ্য প্রায় ৫ কিলোমিটার। এই গুহা এতই বড় যে এর ভিতরে আপনি তৈরি করতে পারবেন ৪০ তলা উঁচু বহুতল।

এই রহস্যময় গুহাটি ১৯৯১ সালে এক কাঠ মিস্ত্রি আবিষ্কার করেন। আবিষ্কারের পরে দীর্ঘদিন ধরে তদন্তের পরে ২০০৯ সালে বিশ্বের বৃহত্তম গুহা বলে ঘোষণা করা হয়।

২০১৩ সাল থেকে গুহাটি পর্যটকদের জন্য খুলে দেওয়া হয় সরকারের পক্ষ থেকে। এই গুহার ভিতরে রয়েছে গভীর খাদ, এমনকি বয়ে গিয়েছে নদীও।

তবে সবাই চাইলেই যেতে পারেন না। প্রতি বছর মাত্র ১০০০ জন পর্যটককে এই গুহায় যাওয়ার অনুমতি দেওয়া হয়। একেক জন পর্যটকের ভ্রমণের খরচ পরে প্রায় ২,৫১,২৮৫ টাকা। যা সরকার বহন করে।

গভীর অরণ্য, ভূগর্ভস্থ নদী রয়েছে এই গুহায়। সোন ডাং ভিতরে পাহাড়ের মতো বেশ কিছু স্থাপত্য রয়েছে। গবেষকরা জানান, বর্হিবিশ্বের থেকে আলাদা এই গুহায় নিজস্ব একটা ইকোসিস্টেম রয়েছে।