03 JAN 2025

ইডেন গার্ডেনের থেকেও ছোট, বিশ্বের ক্ষুদ্রতম গ্রাম কোনটা জানেন?

credit: Getty Images

TV9 Bangla

বিশ্বের সবচেয়ে ছোট গ্রাম আকার শুনলেই হাসি পাবে আপনার। মাত্র ১০০ মিটার দীর্ঘ এবং ৩০ মিটার চওড়া। যা কলকাতার ইডেন গার্ডেনের থেকেও ছোট।

বিশ্বের সবেচেয়ে ছোট গ্রামের মোট জন সংখ্যা মাত্র ৫২ জন। এই গ্রামে মাত্র দুটি রাস্তা আছে এবং ৩ টি প্রধান বিল্ডিং আছে। কোথায় আছে এমন গ্রাম জানেন?

পৃথিবীর সবচেয়ে ছোট গ্রাম রয়েছে ক্রোয়েশিয়ায়। ক্রোয়েশিয়ার ইস্ট্রিয়া পার্বত্য অঞ্চলে অবস্থিত এই গ্রাম। বিশ্বের সবচেয়ে ছোট গ্রামের নাম হাম।

১২০০ শতাব্দীর উদ্ধার করা শিলালিপিতে আবার এই গ্রামের নাম উল্লেখ করা আছে 'কোলাম'।

এই গ্রামেই কাছেই রয়েছে পাহাড়ি নদী মিরনা। সেই মিরনা নদী থেকে পাথর নিয়ে আসে তৈরি করা হয়েছিল আই ছোট্ট গ্রাম।

হিউম গ্রামের বিশেষ পরিচিতি রয়েছে এখানকার মদের জন্য। 'বিস্কা' মদ যা আদপে একটি মিসলেটো-ইনফিউজ ফ্রুট ব্র্যান্ডি, তার সুনাম রয়েছে গোটা বিশ্ব জুড়ে।

এই মদের রেসিপি বাস্তবে প্রায় ২০০০ বছরের বেশি পুরনো। প্রাচীন সেল্টিক ড্রুড পদ্ধতিতে প্রস্তুত করা হয় 'বিস্কা'।

প্রতি বছর এখানে নেতার নির্বাচন হয়। যে জয়ী হয় তাঁকে একটি 'বিস্কা'র বোতল উপহার দেওয়া হয়। যদিও ১৯৯৭ সালে বন্ধ হয়ে যায় এই প্রথা। ২০২৪ সালে জুন মাসে পুনরায় চালু হয়।