24th June, 2025

এই ৫ 'ম্যাজিক' ফুল উজ্জ্বল করে ত্বক, শক্তিশালী করে চুল

TV9 Bangla 

Credit - Freepik

ফুলের কথা শুনলেই অনেকের সামনে ভেসে ওঠে প্রিয় মানুষটার মুখ। ভালোবাসা জাহির করার জন্য যুগ যুগ ধরে প্রেমিক-প্রেমিকার ফুল নিবেদনের চল রয়েছে।

ফুল শুধু সাজসজ্জা বা সুগন্ধর জন্যই ব্যবহৃত হয়, তেমনটা নয়। কিছু ফুল সৌন্দর্য বৃদ্ধিতেও কাজে লাগে। ফুল দিয়ে ঘরোয়া প্রতিকার কাজে লাগাতে পারেন ত্বকে, চুলে।

নিম্নে কয়েকটি ফুল নিয়ে আলোচনা করা হল, যেগুলি ব্যবহার করলে একদিকে ত্বক ভালো হয়, পাশাপাশি চুলের স্বাস্থ্যও ভালো হয়।

গোলাপ ফুল - এতে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে হাইড্রেটেড রাখে। ট্যান, পিগমেন্টেশনের মতো সমস্যা ঠিক রাখতে সাহায্য করে। টোনার হিসেবে গোলাপের জুড়ি মেলা ভার।

জবা ফুল - চুলের যত্নে এর বিকল্প খোঁজা কঠিন। এতে থাকে অ্যামিনো অ্যাসিড, ভিটামিন এ, সি-র মতো পুষ্টি উপাদান। যা চুল বাড়াতে, ঘন ও কালো করতে সাহায্য করে। এর ফেসপ্যাক ত্বক টানটান ও চকচকে করে।

বেল ফুল - শুধু সুগন্ধই ছড়ায় না এই ফুল, ত্বকের জন্যও বেশ উপকারী। এটি ত্বককে হাইড্রেটেড রাখে ও রং সমান করে। এর জল মুখে স্প্রে করলে সারা দিন মুখ সতেজ ও ঠান্ডা থাকে।

রোজমেরি ফুল - এই ফুল চুলের গোড়া মজবুত করতে কাজে লাগে। নতুন চুল গজানোর ক্ষেত্রেও কার্যকরী। এর তেল রোজ ব্যবহার করলে মাথার ত্বকে রক্ত সঞ্চালন ভালো হয়। চুল পড়া কমে।

জুঁই ফুল - এতে অ্যান্টিব্যাক্টেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে। যা ত্বকের সংক্রমণ আটকায়। মুখের রং উজ্জ্বল করতে সাহায্য করে। চুলের গোড়াতে লাগালে চুল মজবুত ও চকচকে হয়।