15th June, 2025

সপ্তাহের কোন দিন জন্মেছে মনের মানুষটা? বারেই জানুন তার চরিত্র...

TV9 Bangla

Credit -  Freepik, Canva

কোনও পুরুষ বা মহিলা কেমন স্বভাবের বা চরিত্রের তা শুধু তার জন্মতারিখ বলে দেয় না। এখানে জন্মবারের বড় ভূমিকা রয়েছে। সপ্তাহের ৭ দিনে জন্মানো ছেলে-মেয়েদের চরিত্র আলাদা আলাদা হয়।

কীভাবে জানবেন আপনার প্রিয়জন কোন স্বভাবের? তার জন্য জানুন সপ্তাহের কোন দিন জন্ম হলে সেই ছেলে-মেয়েরা কেমন স্বভাবের হয়। সব থেকে আকর্ষণীয় চরিত্রের অধিকারী হন সেই ছেলে-মেয়েরা যারা সোমবার ও বুধবারে জন্মান।

এ ছাড়া সোমবারে জন্ম হওয়া ব্যক্তিরা বুদ্ধিমান ও শান্ত প্রকৃতির হন। নিজের প্রতি তাদের ভালো নিয়ন্ত্রণ থাকে। মঙ্গলবারে জন্ম নেওয়া ব্যক্তিরা জটিল স্বভাবের হন। তারা অন্যের ভুল ধরতে বেশি পছন্দ করেন।

বুধবারে যে ব্যক্তিরা জন্মান, তাদের পড়াশোনার প্রতি প্রবল আগ্রহ থাকে। তারা জেদি স্বভাবের হন। বুধে জন্ম নেওয়া জাতক-জাতিকাদের বৈশিষ্ট্য - তারা জ্ঞানী ও অপরের কথাকে গুরুত্ব দেন।

বৃহস্পতিবার যাদের জন্ম, তাদের হাতে টাকা-পয়সা ভালোই থাকে। কিন্তু অল্প টাকায় তারা আবার সন্তুষ্ট হতে পারেন না। তাই মাঝে মাঝে এই দিনে জন্ম নেওয়া ব্যক্তিদের কেউ কেউ বিপথে চলে যান।

শুক্রবার জন্মানো ব্যক্তিরা চঞ্চল প্রকৃতির হন। তারা ধনী হন। নিজেদের বরাবর সর্বশ্রেষ্ঠ মনে করেন এরা। শনিবারে জন্ম হওয়া ব্যক্তিদের সেবামূলক কাজের প্রতি ঝোঁক বেশি। তারা গম্ভীর স্বভাবের হয়ে থাকেন।

শনিবারে জন্মানো মানুষরা যখন গম্ভীর, পাশাপাশি রবিবারের জাতক-জাতিকারা নিজেদের নিয়ে বেশি গর্ববোধ করেন সারাক্ষণ। এই ব্যক্তিরা খুব রাগী স্বভাবের হয়ে থাকেন।

বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা সংখ্যাতত্ত্ব থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।