29 March, 2024

মুঘল সম্রাটদের কে কেমন শিক্ষিত ছিলেন

TV9 Bangla

মুঘলরা দীর্ঘকাল ধরে শাসন করেছে ভারতবর্ষ। একের পর মুঘল সম্রাটের আমল ছিল ঘটনা বহুল। কিন্তু মুঘল শাসকদের লেখাপড়া কেমন ছিল সে ব্যাপারে জানেন?

মুঘল সম্রাটরা তথাকথিত বিশ্ববিদ্যালয়ে পড়েননি। তাই সেই অর্থে কোনও ডিগ্রি ছিল না তাঁদের। কিন্তু বিভিন্ন বিষয়ে পড়াশোনা তাঁরা করেছেন বলে জানা যায়।

বাবর ছিলেন এক জন কবি। যুদ্ধের পাশাপাশি পড়াশোনার বিষয়েও তাঁর আগ্রহ ছিল। আত্মজীবনীও লিখেছিলেন তিনি।

হুমায়ুন ছিলেন এমন এক জন মুঘল সম্রাট, যিনি দিনের দীর্ঘ সময় কাটাতেন লাইব্রেরিতে। তিনি বিভিন্ন বিষয়ে পড়াশোনা করতেন বলেও জানা যায়।

আকবরও ছিলেন দারুণ শিক্ষিত। জ্ঞানচর্চায় প্রবল আগ্রহ ছিল তাঁর। সেই সঙ্গে তিনি উদারমনা ছিলেন। আকবরের শিক্ষানুরাগের বিষয়ে বিস্তারিত জানা যায় আবুল ফজলের লেখা আকবরনামায়।

জাহাঙ্গিরের পড়াশোনায় বিশেষ নজর দিয়েছিলেন আকবর। ফরেপুর সিক্রিতে একাধিক ভাষা শিক্ষা সম্পূর্ণ করেছিলেন তিনি। আরবি, তুর্কি, পার্সিয়ান, হিন্দি, ভূগোল একাধিক বিষয় পড়েছেন তিনি।

পড়াশোনার পাশাপাশি মার্সিয়াল আর্ট শিখেছেন শাহজাহান। কবিতা এবং সঙ্গীতের প্রতি অনুরাগী ছিলেন তিনি।

ঔরঙ্গজেব আরবি এবং পার্সি নিয়ে পড়াশোনা করেছেন। পড়াশোনার জন্য ৫০০ টাকা ভাতাও পেতেন তিনি।