09 JAN 2025

ট্রেনে কত লিটার অবধি মদ নিয়ে যেতে পারেন জানেন?

credit: Meta AI

TV9 Bangla

ট্রেনে করে কী মদ নিয়ে যাওয়া যায়? এই প্রশ্ন সকলেরই। ট্রেনে কোনও তামাকজাত দ্রব্য নিয়ে যাওয়া যায় না এটা প্রায় সকলের জানা। কিন্তু মদ নিয়ে কি যাওয়া যায়?

অনেকেই বলেন ট্রেনে মদ্যপান করা সম্পূর্ণ নিষিদ্ধ। এটা সত্যি। তবে অনেকেই মনে করেন ট্রেনে মদ নিয়ে ওঠাও যায় না। যদিও এটা সম্পূর্ণ সত্যি নয়।

ট্রেনে করে মদ নিয়ে যাওয়া যায়। তবে সেটা সীমিত পরিমাণে। এর জন্য কিছু নিয়ম মেনে চলতে হবে। জানেন কী সেই নিয়ম?

রেলওয়ে আইন ১৯৮৯ অনুসারে কোনও ব্যাক্তি রেলওয়ে প্ল্যাটফর্ম, রেল স্টেশনের কোনও জায়গা বা ট্রেনের ভিতরে মদ্যপান করতে পারেন না। এটা বেআইনি।

ট্রেনে করে এক জায়গা থেকে অন্য জায়গায় মদ নিয়ে যেতেই পারেন। তবে সেটা সর্বোচ্চ ২ লিটার অবধি। তার বেশি মদ ট্রেনে বহন করা যাবে না।

ট্রেনে যে বোতলে মদ নিয়ে যাবেন তা সিল হওয়াটা বাধ্যতামূলক। এছাড়াও ড্রাই স্টেট যেমন বিহার, গুজরাট, লাক্ষাদ্বীপ, নাগাল্যান্ডে মদ বহন করা নিষিদ্ধ।

এই নিয়ম ভাঙলে কঠোর শাস্তির পেতে হবে দোষীকে। ট্রেনে মদ বহনের কারণে ৫০০ টাকা অবধি জরিমানা এবং ৬ মাস অবধি জেল হতে পারে।

আসলে মদে থাকে অ্যালকোহল। এই অ্যালকোহল দাহ্য পদার্থ। যে কোনও ধরনের দাহ্য পদার্থ ট্রেনে বহন করা নিষিদ্ধ। তাই অ্যালকোহল যুক্ত মদ বহন করা মানা।