ভন্ড জ্যোতিষীদের উপর আর ভরসা নয়! শিখে নিন হাত দেখার কৌশল
credit:Getty Images
TV9 Bangla
ভবিষ্যতে নিজের সঙ্গে কী হতে চলেছে? এই প্রশ্নের থেকে বেশি কৌতুহলী আর কিছু আছে বলে মনে হয় না। কেমন হবে নিজের ভবিষ্যৎ? তা জানতে জ্যোতিষীদের কাছেও ছুটে যান অনেকে। আর যেতে হবে না। হাত কী করে দেখতে হয়? শিখে নিন এই প্রতিবেদনে
জ্যোতিষবিদ্যা বলছে যাঁদের হাতের তালু তাঁদের আঙুলের চেয়ে লম্বা হয়, তাঁরা সূক্ষ্ম বিচার করতে পারেন না। বেশি না ভেবে বিভিন্ন সিদ্ধান্তে উপনীত হন।
হাতের তালু কোমল হলে তাঁরা শারীরিক ও মানসিক দিক থেকে দুর্বল হন। যাঁদের হাতের তালু মোটা, তাঁরা সব সময় খুব অস্থির থাকেন। এঁদের মধ্যে স্বার্থপর এবং অহংকার বেশি হয়।
যাঁদের আঙুলের সামনের দিক মোটা হয় তাঁরা সাধারণত কারিগরি কাজে পটু হন। চঞ্চল, দাম্ভিক এবং দৃঢ়প্রতিজ্ঞ হন।
যাঁদের আঙুল চৌকো প্রকৃতির এবং আঙুলের গাঁট মোটা প্রকৃতির হয়, তাঁরা খুব চিন্তাশীল হন। এঁরা বিশ্বাসী, ধীর-স্থির এবং সত্যবাদী হন। আইন, ইতিহাস, অঙ্ক, কৃষিকাজ বা চিকিৎসা ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা থাকে।
জ্যোতিষ মতে তর্জনী এবং তালুর সংযোগস্থলকে বৃহস্পতির স্থান বলে বিবেচনা করা হয়। এই জায়গা যাঁদের উঁচু হয়, তাঁরা ধার্মিক, আমোদপ্রিয় এবং উচ্চাভিলাষী প্রকৃতির হন। এঁদের মধ্যে প্রকৃতিপ্রেম বেশি থাকে।
ফ্যাকাসে বা বিবর্ণ রঙের হাতের তালুবিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উদ্দীপনা এবং উত্তেজনা কম হয়। স্বার্থপরতা , অহংকার বেশি থাকে। সংবেদনশীলতার অভাব দেখা যায়।
বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।