ঘন ও লম্বা চুল চান? এ ভাবে নিম পাতা ব্যবহার করলেই মিলবে সুফল
Credit - Getty Images, PTI
TV9 Bangla
'চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা...' জীবনানন্দ দাশের 'বনলতা সেন' কবিতার এই লাইন খুব জনপ্রিয়। ঘন, লম্বা চুল কোন মহিলা না চায়? আর তার জন্য যে নিম পাতা কার্যকরী হতে পারে, তা অনেকেই জানেন না।
নিম পাতা স্বাদে তেঁতো ঠিকই, কিন্তু গুণে ভরপুর। চুলের স্বাস্থ্যের কথা ভাবতে গেলে নিম পাতা হাতে তুলে নিতে পারেন।
স্বাস্থ্যের জন্য নিম পাতা যেমন ভালো, তেমনই ত্বক ও চুলের জন্যও ভালো। এতে ভিটামিন সি, ই, ওমেগা ফ্যাটি অ্যাসিড এবং নানা অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়।
নিম পাতা চুল পড়া, খুশকির মতো নানা সমস্যা থেকে মুক্তি দিতে সাহায্য করে। একইসঙ্গে নিম পাতা চুল মজবুত করতেও উপকারী।
কীভাবে মাথায় ব্যবহার করবেন নিম পাতা? এক কাপ নিম পাতা ধুয়ে এক প্যানে পাঁচ কাপ জল দিয়ে ফোটান। রং সবুজ হলে তা ঠান্ডা করুন। এরপর সেই জলে চুল ধুয়ে ফেলতে পারেন।
নিম পাতার হেয়ার মাস্ক ব্যবহার করতে পারেন। কয়েকটি নিম পাতা পিষে নারকেল তেল দিয়ে পেস্ট বানাতে পারেন। মাথায় ১৫-২০ মিনিট রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলতে পারেন।
নিম পাতা ও আমলকি একসঙ্গে গুঁড়ো করে মিশিয়ে গরম জল দিয়ে একটি পেস্ট বানাতে পারেন। মিশ্রণটি ঠান্ডা হয়ে গেলে ১৫ মিনিট চুলে লাগিয়ে রাখতে পারেন। তারপর ধুয়ে নিতে হবে।
নিম পাতা ও মধু একসঙ্গে মিলিয়ে একটি পেস্ট বানাতে পারেন। তা চুলে ১০ মিনিট লাগিয়ে রাখতে পারেন। তারপর শ্যাম্পু করে নিন। এটি চুল নরম করে।