11th June, 2025

ঠিক কোন তাপমাত্রায় ত্বক জ্বলতে শুরু করে?

TV9 Bangla

Credit -  Freepik, Canva 

দিন দিন লাফিয়ে লাফিয়ে পারদ চড়ছে। দেশের নানা জায়গায় তাপমাত্রা রেকর্ডও ভাঙছে। আর এভাবে তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে ত্বক পুড়ে যাওয়ার ঘটনাও বৃদ্ধি পাচ্ছে।

এ বার প্রশ্ন হল তাপমাত্রা কত ডিগ্রি স্পর্শ করলে ত্বক পুড়ে যায়? সায়েন্স ডাইরেক্টের একটি প্রতিবেদন অনুযায়ী ৪৪ ডিগ্রি সেলসিয়াস ত্বকের জন্য ক্ষতিকর।

তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হলে ত্বক সূর্যের আলোর সংস্পর্শে আসে। ত্বকে জ্বালা শুরু হয়। তবে ৪৩ ডিগ্রি সেলসিয়াসেও ত্বক জ্বালাপোড়া অনুভব হতে থাকে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে যে, ত্বক পুড়ে গিয়েছে কি না তা বোঝার বেশ কয়েকটি লক্ষণ রয়েছে। সেই লক্ষণগুলি হল - ত্বকে লাল দাগ, ব্যথা, ফোলাভাব, ত্বকের রঙের পরিবর্তন।

ত্বক যত বেশি উচ্চ তাপমাত্রায় পুড়বে, তত বিপজ্জনক পরিস্থিতি তৈরি হবে। ক্লিভল্যান্ড ক্লিনিকের একটি প্রতিবেদন অনুসারে, তীব্র রোদে ত্বকে ফোস্কা পড়তে পারে। এটি কার্যত রোদে পুড়ে যাওয়ার লক্ষণ।

এমন অবস্থায় ত্বক যত বেশি সূর্যের আলো পাবে, তত বেশি জ্বালা করবে। ত্বক পুড়ে গেলে ঘরোয়া উপায়ে সারাবেন কীভাবে?

তীব্র রোদে ত্বক পুড়ে গেলে, সেই জায়গায় ঠান্ডা জল ঢেলে দিন। ত্বককে এই ভাবে রক্ষা করতে হবে। কোনও ক্রিম লাগাবেন না।

সূর্যের তেজে ত্বক অতিরিক্ত জ্বলে-পুড়ে গেলে যদি বেশি সমস্যা হয়, তা হলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নেওযা প্রয়োজন।