2nd February , 2025

রান্নাঘর থেকে সরান এই ৪ জিনিস, নইলেই সুখ-শান্তি উড়বে, ভুগবেন অর্থকষ্টে

Credit - Canva 

TV9 Bangla

বাস্তুশাস্ত্র মতে রান্না ঘর বাড়ির একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই বাস্তুশাস্ত্র মতে রান্নাঘরে কিছু জিনিস রাখা অশুভ বলে মনে করা হয়।

বাস্তুশাস্ত্র মতে রান্নাঘরে ভাঙা বাসন নেতিবাচক শক্তি আকর্ষণ করে। এর ফলে বাড়িতে অশান্তি ও দরিদ্রতা দেখা দিতে পারে। রান্নাঘরে ভাঙা পাত্র রাখা মানে দেব-দেবীকে অপমান বলে মনে করা হয়।

কোনও ধাতব পাত্র রান্নাঘরে কখনও খালি রাখা ঠিক নয়। এটি অশুভ বলা হয়। তাই ধাতব পাত্র সব সময় ঢেকে রাখা উচিত।

বাস্তুশাস্ত্র মতে যে কোনও বাড়ির রান্নাঘরকে সমৃদ্ধি ও স্বাস্থ্যের প্রতীক বলে ধরা হয়। সেখানে তাই কখনও ওষুধ রাখা উচিত নয়।

রান্নাঘরে কখনও শুকনো গাছপালা রাখা ঠিক নয়। এগুলো নেতিবাচকতার প্রতীক। রান্নাঘরে সব সময় তরতাজা গাছপালা রাখা উচিত।

বাস্তুশাস্ত্র মতে কোনও বাড়ির দক্ষিণ-পূর্ব দিকে রান্নাঘর থাকা শুভ বলে মনে করা হয়। হলুদ, সবুজ বা ক্রিম রং রান্নাঘরের জন্য ভালো।

যে কোনও বাড়ির রান্নাঘর সব সময় পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাখা উচিত। যা করলে বাড়িতে সুখ, শান্তি ও সমৃদ্ধি বজায় থাকবে।

বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা বাস্তুশাস্ত্র সংক্রান্ত তথ্য থেকে প্রাপ্ত। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।