তামান্নার মতো উজ্জ্বল মোলায়েম ত্বক চাই! রইল অভিনেত্রীর ৭ গোপন রহস্য
credit: Facebook
TV9 Bangla
বলি অভিনেত্রী তামান্না ভাটিয়ার অভিনয় থেকে রূপে মুগ্ধ দর্শক। তাঁর মতো কোমল, চকচকে ত্বক পেতে কে না চায়! জানেন কী ভাবে নিজের সৌন্দর্য্য ধরে রাখেন অভিনেত্রী? রইল ৭ সিক্রেট।
তামান্নার সৌন্দর্য্যের পিছনে লুকিয়ে আছে মধু আর চন্দন। তামান্না নিজের উজ্জ্বলতা ধরে রাখতে এবং ত্বককে এক্সফোলিয়েট করতে চন্দন, কফি আর মধুর মাস্ক ব্যবহার করেন।
নিজের ত্বকের যত্ন নিতে কোনও রকম কার্পণ্য করেন না অভিনেত্রী। দইয়ের সঙ্গে বেসন মিশিয়ে বিশেষ প্যাকা বানিয়ে মুখে মাখেন তিনি। ব্যবহার করতে পারেন আপনিও।
ত্বক ভাল রাখতে হলুদ যে কত উপকারী,তা মোটামুটি সকলের জানা। হলুদকে ভরসা করেন তামান্নাও। হলুদ, বেসন, চন্দন, নিম পাতা দিয়ে বিশেষ স্ক্রাবার বানিয়ে মুখ পরিষ্কার করেন তিনি।
ত্বকের লালিত্য আর আভা বজায় রাখতে তামান্নার ভরসা গোলাপ জল। তাই যখনই বাড়িতে তৈরি কোনও প্যাক তিনি ব্যবহার করেন, তারপর মুখ ধুয়ে গোলাপ জল লাগিয়ে নেন তিনি।
রূপচর্চার সঙ্গে সঙ্গে ত্বকের উজ্জ্বলতা বজায় রাখতে, হেলদি ডায়েটের বিষয়টিও মাথার রাখেন তিনি। অ্যাভোকাদো, ব্রকোলি তাঁর রোজের ডায়েটে থাকবেই। সঙ্গে পর্যাপ্ত জল মাস্ট।
তামান্না জানিয়েছেন বেশি চড়া মেক আপ না পসন্দ তাঁর। বরং মিনিমাল মেক আপ পছন্দ করেন তিনি। তাতে ত্বকের ক্ষতিও কম হয়।
দুধ ত্বকের জন্য ভাল বলে মনে করেন অনেকেই। তবে তামান্না অবশ্য দুধ থেকে দূরেই থাকেন। ডেয়ারি ফ্রি ডায়েটেই অভ্যস্ত বলি অভেনেত্রী।