অনেকেই বলেন, জীবনে উন্নতি করতে চাইলে মদ খাওয়া উচিত নয়। মদ্যপান করলে আমাদের শরীরে খারাপ প্রভাব পড়ার সঙ্গেই জ্যোতিষ ছকে খারাপ প্রভাব পড়ে।
যদিও এই ধারণা কিন্তু সম্পূর্ণ ঠিক নয়। জ্যোতিষ শাস্ত্র অনুসারে মদ্যপান করার নির্দিষ্ট দিন রয়েছে। সেই দিনে অ্যালকোহল সেবন করলে উপকার হয়। জানেন কোন দিনে মদ খাওয়া শুভ?
সম্প্রতি একটি ভিডিও ইনস্টাগ্রামে খুব ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে জ্যোতিষী ভাবনা উপাধ্যায় মদ খাওয়ার উপকারীতা নিয়ে কথা বলছেন।
ভাবনা উপাধ্যায় বলেন, উইকেন্ড নয়, মদ খাওয়ার জন্য শুভ দিন হল শুক্রবার। শুক্রবারে মদ খেলে তা শুক্রকে আরও শক্তিশালী করে।
শুক্র সম্পদের গ্রহ। শুক্রের আশির্বাদ বজায় থাকলে জীবনে সুখ সমৃদ্ধি বজায় থাকে। শুক্র গ্রহ ঐশ্বর্য এবং বৈভব পছন্দ করে।
জ্যোতিষ শাস্ত্র মতে সপ্তাহে প্রতিদিন বা যে কোনও দিন মদ খাওয়া মোটে উচিত নয়। তবে শুক্রবারে মদ খেতে পারেন। এতে শুক্র আরও শক্তিশালী হয়।
শুক্র শক্তিশালী হলে আপনার জীবনে সাফল্য, সম্পত্তি এবং টাকার আগমন বজায় থাকে। তাই অফিস শেষে এই দিন একটু আধটু মদ কিন্তু খেতেই পারেন।
বিঃদ্রঃ - অ্যালকোহল সেবন স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা তাঁদের ব্যক্তিগত মতামত। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।