এক পয়সাও খরচ হবে না, খুশকি দূর করতে মাথায় মাখুন এই জিনিস
credit: Getty Images
TV9 Bangla
রান্নার স্বাদ বাড়াতে নয়, তারই সঙ্গে দেশী ঘিয়ের আছে নানা স্বাস্থ্য গুণ। ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এবং চুলের স্বাস্থ্যের উন্নতি করতেও উপযোগী এই দেশী ঘি।
বিশেষজ্ঞরা কিন্তু বলছেন মাথায় এবং চুলে দেশী ঘি লাগালে তা থেকে অনেক উপকার পাওয়া যায়। জানেন কেন চুলে দেশী ঘি লাগানো উচিত?
ত্বকে দেশী ঘি লাগালে তা ত্বকের মধ্যে রক্ত সঞ্চালনের উন্নতি ঘটাতে গুরুত্বপূর্ণ। রক্ত সঞ্চালন ভাল থাকলে চুলের স্বাস্থ্যও ভাল থাকে।
শীতকালে অসম্ভব বেড়ে যায় খুশকিজনিত সমস্যা। দেশী ঘি ত্বকে লাগালে তা চুল এবং ত্বক থেকে ফাঙ্গাস উৎপাদনকারী জীবাণুকে দূর করে। ফলে খুশকির সমস্যা দূরে থাকে।
দেশী ঘিতে আছে ভরপুর ভিটামিন এ এবং ভিটামিন ই। এই দুই প্রকার ভিটামিন চুলের দ্রুত গ্রোথের জন্য বিশেষ উপযোগী।
দেশী ঘিতে আছে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড, ভিটামিন এ, ভিটামিন জি, কে২ এবং অ্যান্টি অক্সিডেন্ট। এই সব উপাদান চুলের সাধারণ কন্ডিশনার হিসাবে কাজ করে।
তবে দেশী ঘি মাথায় লাগালেই কিন্তু হল না। সঠিক উপায় না লাগালে পুরো টাকাই নষ্ট। তাই জেনে নিন সঠিক উপায়।
একটি পাত্রে খানিকটা দেশী প্রথমে নিয়ে নিন। এবার সেটিকে হালকা গরম করে নিন। এবার হালকা হাতে স্ক্যাল্পে ঘি লাগিয়ে ১ ঘন্টা রেখে দিন। এবার ভাল করে ধুয়ে নিলেই হল।