শিবরাত্রিতে কী দিয়ে শিব লিঙ্গের অভিষেক করলে তুষ্ট হন মহাদেব?
credit: Meta AI
TV9 Bangla
মহাদেব ভোলাভালা। তাই তো তাঁর অপর নাম ভোলেনাথ। বড় অল্পেতে খুশি সে। এমনিতে সারা দিন তাঁর শশ্মানবাসী বন্ধুদের সঙ্গে সময় কাটান তিনি।
যখনই সংসারে উপর নেমে এসেছে বিপদের কালো ছায়া, অধর্ম ভরেছে সৃষ্টিতে। সংহারক ভূমিকায় অবত্তীর্ণ হয়েছেন মহাদেব। তাঁর ত্রিনয়ন আর আর ত্রিশুলের তেজ সইবে এমন শক্তি কোথায়!
ভক্তিভরে নিয়ম মেনে শিবের উপাসনা করলে, তাঁর আশির্বাদে ধন্য হয়ে উঠেছে সংসার। শিবরাত্রি তেমন এক দিন। এই দিন কী ভাবে শিবলিঙ্গের অভিষেক করলে খুশি হন দেবাদিদেব, জানেন?
আপনি মহাদেবের কাছে কী চাইছেন তার উপর নির্ভর করে মহাদেবকে কী দিয়ে অভিষেক করা উচিত? দীর্ঘ, সুস্থ জীবন প্রাপ্তির জন্য দুধ দিয়ে অভিষেক করতে পারেন। দুধ-অভিষেকে দীর্ঘ জীবনপ্রাপ্তি হয়।
দুঃখ এবং জটিল সমস্যা নিবারণের জন্য মধু দিয়ে অভিষেক করুন। মধু-অভিষেকে দুঃখ এবং সমস্যা নাশ হয়। দুর্ভাগ্য নিবারণের উদ্দেশে চন্দন দিয়ে অভিষেক করুন। চন্দন-অভিষেকে ভাগ্যের উন্নতি হয়।
ঘি দিয়ে অভিষেকে রোগ এবং অসুস্থতা থেকে পরিত্রাণ পাওয়া যায়। আর্থিক সমস্যায় থাকলে পঞ্চমৃতম অভিষেক করতে পারেন। পঞ্চমৃতম অর্থাৎ পাকা কলা, গুড়, মিছরি, বীজহীন খেজুর, মধু দিয়ে অভিষেকে ধনসম্পদ প্রাপ্তি হয়।
সুফল প্রাপ্তির জন্য ভক্তিভরে নির্দিষ্ট মন্দিরে কমপক্ষে তিন মাস অভিষেক করলে সুফল প্রাপ্তি হবে। (বিঃ দ্রঃ - এই প্রতিবেদনের বক্তব্য উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।)