23rd December, 2024
বাড়বে চুল, ভ্যানিশ হবে খুশকি, এক চুটকিতেই চমৎকার!
Credit - Getty Images
TV9 Bangla
দেশি ঘি শুধু স্বাস্থ্যের জন্যই ভালো তেমনটা নয়। এটি ত্বক ও চুলের জন্যও বেশ উপকারী। দেশি ঘি ত্বককে উজ্জ্বল করে। চুলকেও ভালো রাখে।
আপনি কি জানেন দেশি ঘি শুধু খেলেই নয়, চুলে লাগালেও মেলে উপকার। এ কথা বলছেন বিশেষজ্ঞরাই। চুলে দেশি ঘি লাগালেই উপকারিতা পাওয়া যায়।
চর্মরোগ বিশেষজ্ঞ বিজয় সিংগাল জানিয়েছেন যে, মাথার স্ক্যাল্পে দেশি ঘি লাগালে তা চুলের জন্য ভালো। মাথায় রক্ত সঞ্চালন উন্নত করে।
মাথায় দেশি ঘি মাখলে খুশকি সৃষ্টিকারী ছত্রাক দূর হয়। চুলের স্বাস্থ্য ভালো থাকে। চুলে দেশি ঘি লাগালে আরও একাধিক সমস্যা সেরে যায়।
দেশি ঘি-তে রয়েছে ভিটামিন এ ও ভিটামিন ই। যা দ্রুত চুল বাড়াতে সাহায্য করে। ফলে এটি মাখার অভ্যাস করলে চুলেরই ভালো।
ঘি-তে রয়েছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, ভিটামিন-এ, জি, কে২ ও অ্যান্টিঅক্সিডেন্ট। দেশি ঘি চুলের প্রাকৃতিক কন্ডিশনারের কাজ করে।
কীভাবে চুলে দেশি ঘি ব্যবহার করবেন? একটি পাত্রে অল্প দেশি ঘি নিন। সেটি গরম করুন। এরপর স্ক্যাল্পে তা ভালো করে ১ ঘণ্টা লাগিয়ে রাখুন।
বিশেষ দ্রষ্টব্য - এখানে দেওয়া তথ্য শুধুমাত্র জানানোর জন্য। কোনও পরীক্ষা-নিরীক্ষা করার আগে বিশেষজ্ঞর পরামর্শ অবশ্যই নিন।
আরও পড়ুন