মহাকুম্ভ শেষের পথে, জানুন পরবর্তী কুম্ভ কবে ও কোথায় হবে?
TV9 Bangla
Credit - PTI
দীর্ঘ ১৪৪ বছর পর প্রয়াগরাজে আয়োজিত হয়েছে মহাকুম্ভ। এই বিশেষ যোগ তৈরি হয় ১২টি পূর্ণ কুম্ভের পর। মূলত ৪ প্রকারের কুম্ভ হয়। কুম্ভ, অর্ধ, পূর্ণ ও মহাকুম্ভ।
প্রয়াগরাজে যে মহাকুম্ভ হচ্ছে, তা প্রায় শেষের পথে। ২৬ জানুয়ারি মহাশিবরাত্রির দিন এ বারের মতো মহাকুম্ভ শেষ হবে।
১২ বছরে একবার হয় পূর্ণ কুম্ভ। আর ৩ বছর পর পর হয় কুম্ভ। এবং ৬ বছর পর পর হয় অর্ধ কুম্ভ। শাস্ত্র অনুযায়ী এ বছরের মহাকুম্ভের আগে ১৮৮১ সালে আয়োজিত হয়েছিল মহাকুম্ভের।
এ বার প্রশ্ন হল পরবর্তী মহাকুম্ভ কবে অনুষ্ঠিত হবে? নিয়ম অনুযায়ী ১৪৪ বছর পর হবে মহাকুম্ভ। প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে আয়োজন করা হয় মহাকুম্ভ মেলার।
যে কারণে অন্যান্য কুম্ভের চেয়ে এই মহাকুম্ভের অনেক বেশি প্রাধান্য বলে মনে করা হয়। হরিদ্বার, নাসিক, উজ্জয়িনী ও প্রয়াগরাজ এই চারটি জায়গায় ঘুরিয়ে ফিরিয়ে কুম্ভমেলার আয়োজন করা হয়।
নানা গ্রহের অবস্থানের উপর নির্ভর করে সেই জায়গা ঠিক হয়। সকল গ্রহের অবস্থান গণনার পর দেখা গিয়েছে পরবর্তী কুম্ভ অনুষ্ঠিত হবে ২০২৭ সালে। আর তা হবে নাসিকে।
তার পরের বছর অর্থাৎ ২০২৮ সালে উজ্জয়িনীতে অনুষ্ঠিত হবে সিংহস্থ মহাকুম্ভ। তারপর ২০৩০ সালে প্রয়াগরাজে অনুষ্ঠিত হবে অর্ধ কুম্ভ।
পরের পূর্ণ কুম্ভ হবে কবে? ২০৩৩ সালে হরিদ্বারে আয়োজিত হবে পূর্ণ কুম্ভ। প্রতি কুম্ভে পুণ্যার্থীরা গঙ্গা স্নান করে থাকেন। সঙ্গে মেলাতেও সামিল হন।