অম্বুবাচীতে কোন সময়ে সাধনা করলে মিলবে ফল? রইল নির্ঘন্ট
credit:TV9
TV9 Bangla
মহিলারা একটি বয়সের পর ঋতুমতী হবেন, এটা প্রকৃতির চিরন্তন সত্য। হিন্দু শাস্ত্রে দেবীরাও ঋতুমতী হবেন সেটাই স্বাভাবিক। তবে ঋতুমতী দেবীর পুজো হচ্ছে এমনটা খুব একটা শোনা যায় না।
ব্যতিক্রম কেবল একটি। তা হল অসমের কামাখ্যা মন্দির। মনে করা হয় ৫১ সতীপীঠের মধ্যে অন্যতম শক্তিশালী এবং জাগ্রত পীঠ এটি। এখানে পড়েছিল দেবীর যোনি।
প্রতিবছর অম্বুবাচীর সময় রজ প্রবৃত্তি হয় দেবীর। এই সমগ্র বিশেষভাবে জাগ্রত থাকেন দেবী। প্রবৃত্তির সময়ে দেবীর দেখা পান না কেউই। বন্ধ থাকে মন্দিরের দরজা। দেবীর যোনি ঢাকা থাকে লাল পাড় সাদা কাপড়ে।
রজ নিবৃত্তির পরে মন্দিরের দরজা খুললে দেখা যায় সেই কাপড় লাল কোনও তরলের সংস্পর্শে এসে লাল হয়ে গিয়েছে। তন্ত্র সাধকদের কাছে এই দিন বিশেষ গুরুত্বপূর্ণ। বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হিসেবেও গণ্য করা হয়।
সঠিক সময়ে শুদ্ধ মনে নিয়ম মেনে সাধনা করতে পারলে তন্ত্র সাধনায় সিদ্ধি লাভ হতে পারে। এই বছর কখন শুরু হচ্ছে প্রবৃত্তি? নিবৃত্তি কখন?
আগামী ২২ জুন, ৭ আষাঢ়, রবিবার অম্বুবাচী প্রবৃত্তি তথা অম্বুবাচী শুরু। সময় দুপুর ২টো ৫৬ মিনিট ৩ সেকেন্ডে।
আর অম্বুবাচী নিবৃত্তি তথা শেষ হবে ১০ আষাঢ়, বুধবার ২৫ জুন, রাত ৩টে ১৯ মিনিট ১৭ সেকেন্ড গতে। অনেকে সেই হিসেবে নিবৃত্তি-দিন ২৬ জুন ধরছেন।
উর্বরতার প্রতীক এই শাক্ত পার্বণ উপলক্ষে ২২ থেকে ২৫ জুন পর্যন্ত বন্ধ থাকবে কামাখ্যা মন্দিরের গর্ভগৃহ। তবে মন্দির বন্ধ থাকলেও বসে অম্বুবাচী মেলা।