1 NOV 2024

এই বছর ভাইফোঁটা দেওয়ার শুভ সময় কখন?

credit: getty images

TV9 Bangla

'ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা', দেখতে দেখতে এসেই গেল ভাইফোঁটা। সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে নতুন জামা পড়ে বসে দিদি বা বোনের কাছ থেকে ফোঁটা নেওয়া।

বোনেরাও সকাল থেকে উপোস করে বসে থাকে, ভাইকে ফোঁটা দিয়ে তবেই দাঁতে কাটবে খাবার। ভাইয়ের মঙ্গল কামনায় যুগ যুগ ধরে হিন্দু ধর্মালম্বীদের মধ্যে চলে আসছে এই পবিত্র প্রথা।

ভাইফোঁটা বা ভ্রাতৃদ্বিতীয়াকে যম দ্বিতীয়াও বলা হয়। কথিত এই দিন যমরাজের দীর্ঘায়ু এবং মঙ্গল কামনায় তাঁকে ফোঁটা দেন যমুনা। যাতে কোনও অশুভ শক্তি যমের কোনও ক্ষতি করতে না পারে তাই এই ফোঁটা দিয়েছিলেন যমুনা।

ভাইফোঁটা ঘিরে রয়েছে আরও অনেক পৌরাণিক কাহিনীও। শোনা যায়, নরকাসুর নামে এক দৈত্যকে বধ করার পর কৃষ্ণ তার বোন সুভদ্রার কাছে যখন এসেছিলেন, তখন সুভদ্রা তার কপালে ফোঁটা দিয়ে তাকে মিষ্টি খেতে দেন। সেই থেকেই শুরু ভাইফোঁটা উৎসবের।

কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে বাঙালির ঘরে ঘরে অনুষ্ঠিত হয় ভ্রাতৃদ্বিতীয়া বা ভাইফোঁটা। তবে অনেক বাড়িতে রয়েছে কিছু নিয়মভেদ। শুক্লপক্ষের প্রতিপদেও এই উৎসব উদযাপিত হয় অনেক জায়গায়।

ভাইফোঁটার কেবল দিলেই কিন্তু হল না। সব পুজো বা শুভ কাজের মতোই এই ভাইফোঁটার দেওয়ার জন্য কিন্তু রয়েছে শুভ সময়। জেনে নিন এই বছরের ভাইফোঁটা তিথির খুঁটিনাটি।

এই বছর ভাইফোঁটা পড়েছে ৩ নভেম্বর রবিবার ১৭ কার্তিক। দ্বিতীয়া তিথি শুরু হচ্ছে ২ নভেম্বর, ১৬ কার্তিক সন্ধে ৬টা ৫৩ মিনিট ২৪ সেকেন্ড। দ্বিতীয়া তিথি শেষ হচ্ছে ৩ নভেম্বর, ১৭ কার্তিক রাত ৮টা ১৫ মিনিট ১২ সেকেন্ডে।

প্রতিপদ থাকছে ১ নভেম্বর থেকে।  ১ নভেম্বর  ১৫ কার্তিক সন্ধে ৫টা ৮মিনিট ৮ সেকেন্ড থেকে ২ নভেম্বর বা ১৬ কার্তিক ৬টা ৫৩ মিনিট ২৩ সেকেন্ড অবধি।