18 Oct  2024

ধনতেরাসের দিন কেনাকাটা করার শুভ সময় কখন?

credit: gettyImages

TV9 Bangla

লক্ষ্মী পুজো শেষ। দেখতেই দরজায় কড়া নাড়ছে দীপাবলি। সারা ভারত জুড়ে পালিত হয় আলোর উৎসব। গোটা ভারতেই দীপাবলি পালিত হয় ৫ দিন ধরে। ধনতেরাসে শুরু করে ভাইফোঁটায় শেষ।  

দেবী ধনলক্ষ্মীর কৃপায় সম্পদ-সম্পত্তি বৃদ্ধির আশায় এই দিন ধনলক্ষ্মীর আরধনার চল রয়েছে। আবার সোনা ও রুপো কেনারও প্রচলন রয়েছে এই দিনেই। এই দিন আমাদের কাছে ধনতেরাস বা ধন ত্রয়োদশী নামে পরিচিত।

গয়না- বিশেষ করে এই দিন অল্প করে কিছু হলেও সোনার কিছু কেনার চেষ্টা করেন প্রায় সকলেই। তাই সকাল থেকেই সোনার দোকানগুলিতে উপচে পড়ে ভিড়। কথিত এই দিন সোনা-রুপো কিনলে বাড়িতে সমৃদ্ধি আসে।

নতুন কিছু বা কোনও কাজ শুরু করার জন্য এই দিনটিকে শুভ বলে মনে করা হয়। কথিত, দেবী লক্ষ্মী যখন সমুদ্রমন্থনের ফলে পাতাললোক থেকে উঠে এসেছিল, তখন তাঁর হাতে ছিল সোনা-ভর্তি কলস বা কলসি।

ধন ত্রয়োদশীর দিন সোনা কেনার অর্থ মা লক্ষ্মীকে বাড়িতে আসতে আহ্বান জানানো। হিন্দু শাস্ত্র মতে সোনা অশুভ ও নেতিবাচক শক্তি থেকে আপানার বাড়ি এবং পরিবারকে রক্ষা করে।

এই বছর ত্রয়োদশী তিথি শুরু হচ্ছে ২৯ অক্টোবর, সকাল ১০টা ৩১ মিনিটে। আর ত্রয়োদশী তিথি শেষ হচ্ছে ৩০ অক্টোবর দুপুর ১টা ১৫মিনিটে। উদয় তিথি অনুযায়ী ২৯ অক্টোবর ধনতেরাস পালিত হবে।

ধনতেরাসের দিন পুজো করার শুভ সময় ২৯ অক্টোবর সন্ধে ৬টা ৩১ মিনিট থেকে ৮টা ৩১ মিনিট অবধি। ধনতেরাসের দিন কেনাকাটা করার জন্য অভিজিৎ মূহুর্ত তৈরি হচ্ছে ২৯ অক্টোবর সকাল ১১:৪২ মিনিটে। আর থাকছে ১২:২৭ মিনিট অবধি।    

সোনা-রুপো কেনার শুভ সময় ২৯ অক্টোবর সন্ধে ৬:৩১ মিনিট থেকে ৩০ অক্টোবর সকাল ১০:৩১ মিনিট অবধি। এই সময়ে তৈরি হচ্ছে ত্রিপুষ্কর যোগ। তাই এই সময় কেনাকাটা করা বেশি ভাল।