24 Aug 2024

এই বছর কখন শুরু জন্মাষ্টমীর পুজো? কখন শেষ হচ্ছে অষ্টমী তিথি?

credit: google

TV9 Bangla

সংসারের পালন কর্তা তিনি। তিনি ভগবান বিষ্ণু। যুগে যুগে যখনই পাপ, অধর্মের দাপট বেড়েছে, পুনরায় তা বিনাশ করে ধর্মের স্থাপন করতে ধরাধামে অবতীর্ণ হয়েছেন ভগবান।

কখনও দেওয়াল ফুঁড়ে বেরিয়ে এসেছেন তো কখনও আবার মাছের রূপ ধরেছেন। তাঁর এই লীলার জন্য তিনি লীলাধর নামেও পরিচিত।

স্বয়ং মহাদেবেরও আরাধ্য ভগবান বিষ্ণু। দ্বাপর যুগেও এই পৃথিবীতে অধর্মের নাশ করে ধর্মের প্রতিষ্ঠা করতে কৃষ্ণ অবতারে জন্ম নেন তিনি।

ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতেই মথুরায় যাদব বংশে জন্ম নেন তিনি। সেই দিনই পালিত হয় জন্মাষ্টমী রূপে। তালের বড়া বানিয়ে পুজো করা হয় গোপালকে। জানেন এই বছর কখন শুরু সেই পুজো?

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে অষ্টমী তিথি শুরু হচ্ছে ৯ ভাদ্র রবিবার রাত ৩টে ৪১ মিনিটে। অর্থাৎ ইংরেজি ক্যালেন্ডার অনুসারে ২৫ অগস্ট রবিবার।

অষ্টমী তিথি শেষ হচ্ছে ১০ ভাদ্র সোমবার রাত ২টো ২০ মিনিটে। অর্থাৎ ২৬ অগস্ট সোমবার।

আবার গুপ্তপ্রেস পঞ্জিকা অনুসারে অষ্টমী তিথি শুরু ৯ ভাদ্র সোমবার সকাল সকাল ৮টা ৩৫ মিনিট ২৩ সেকেন্ডে। অর্থাৎ ২৬ অগস্ট সোমবার।

এবং অষ্টমী তিথি শেষ ১০ ভাদ্র মঙ্গলবার, সকাল সকাল ৬টা ৪৭ মিনিট ৩২ সেকেন্ডে। অর্থাৎ ইংরেজি মতে ২৭ অগস্ট মঙ্গলবার।