বুধবার না বৃহস্পতিবার, এই বছর কবে লক্ষ্মীপুজো করা শুভ?
credit: gettyImages
TV9 Bangla
লক্ষ্মীপুজো কবে এই নিয়েই শুরু হয়েছে বড় বিভ্রান্তির। বুধবার নাকি বৃহস্পতিবার কবে করবেন পুজো? কী বলছে তিথি? কখন পুজো করলে মিলবে ভাল ফল? জেনে নিন।
এই বছর কোজাগরী লক্ষ্মী পুজো পড়েছে ১৬ ও ১৭ অক্টোবর। গুপ্তপ্রেস পঞ্জিকা মতে বুধবার, সন্ধে ৭টা ৪২ মিনিটে পূর্ণিমা তিথি আরম্ভ হচ্ছে। পূরণিমা থাকছে বৃহস্পতিবার বিকেল ৫টা ১৭ মিনিট পর্যন্ত।
গুপ্তপ্রেস পঞ্জিকা মতে লক্ষ্মীদেবীর আরাধনা করলে, এই সময়েই পুজো করতে পারবেন। আবার বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে, কোজাগরী পূর্ণিমা তিথি শুরু বুধবার রাত ৮টা ৪১ মিনিটে।
পূর্ণিমা থাকছে বৃহস্পতিবার বিকেল ৪টে ৫৬ মিনিট অবধি। তাই বিশুদ্ধ সিদ্ধান্ত মতে পুজো করলে এই সময়ে লক্ষ্মীদেবীর আরাধনা করতে পারবেন।
এবার প্রশ্ন হল কখন পুজো করা ভাল? সাধারণত বাঙালিদের ক্ষেত্রে বলা হয় উষা না পেলে কোনও শুভ কাজ করতে নেই। সে যতই তিথি থাকুক না কেন! তবে কোজাগরী লক্ষ্মীপুজোর ক্ষেত্রে সেইরকম কোনও ব্যপার নেই।
কোজাগরী কথার অর্থ হল 'কে জাগে'। কথিত এই দিন মধ্যরাতে দেবী লক্ষ্মী বাড়িতে আসেন। যে গৃহস্থে আলো জ্বালিয়ে, আলপনা দিয়ে বাড়ির কতৃ দেবীর জন্য অপেক্ষা করেন সেইখানে অধিষ্ঠান করেন চঞ্চলা দেবী।
কোজাগরী লক্ষ্মীপুজোর ক্ষেত্রে ঊষা নয় গুরুত্বপূর্ণ হল তিথি কখন নিশি পাচ্ছে তা। তাই কোজাগরী লক্ষ্মীপুজো বুধবার ১৬ তারিখ রাতে করাই ভাল। কোজাগরী পূর্ণিমার এই নিশি মহানিশি নামে পরিচিত।
কথিত এই রাতে জাগলে ধন-সম্পদের বৃদ্ধি ঘটে। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চতুর্বর্গ প্রাপ্তির আশায় মাতৃ আরাধনায় যুক্ত হন সবাই। তবে মনে রাখবেন অহংকার করলে কিন্তু দেবী সেখান থেকে প্রস্থান করেন।