মহাকুম্ভের শেষ পুণ্য স্নান কখন? এই দিন কী ভাবে ব্রত পালন করলে টাকায় ভরবে জীবনে?
credit:PTI
TV9 Bangla
১৩ জানুয়ারি প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমে শুরু হয়েছিল মহাকুম্ভ। শুরু সময় মকর সংক্রান্তি উপলক্ষ্যে গঙ্গায় অমৃত স্নান করেন প্রায় ১ কোটি মানুষ।
এরপরে মৌনী অমাবস্যা, বসন্ত পঞ্চমী, মাঘী পূর্ণিমার পুণ্য তিথিতেও গঙ্গা স্নান করতে গিয়েছিলেন কোটি কোটি ভক্ত।
যদিও মহাকুম্ভ মেলা চলাকালীন প্রতিদিনই সঙ্গমে স্নান করার জন্য বেশ ভাল সময়। তবে শাস্ত্র মতে বিশেষ দিনগুলির বাড়তি গুরুত্ব রয়েছে।
জ্যোতিষ শাস্ত্র বলছে, মহাকুম্ভ মেলায় পুণ্য স্নানের আর একটি মাত্র তিথি অবশিষ্ট রয়েছে। সেই দিন শেষ হবে মহাকুম্ভ মেলা। মহাজাগতিক যোগে সেই দিনেি পড়েছে মহাশিবরাত্রিও।
মহাশিবরাত্রি উপলক্ষে সূর্য, চন্দ্র এবং শনির একটি বিশেষ ত্রিগ্রহী যোগ তৈরি হচ্ছে। এই যোগকে সমৃদ্ধি এবং সাফল্যের প্রতীক মনে করা হয়। এদিনে শিব যোগ এবং সিদ্ধ যোগের সংমিশ্রণ ঘটবে। অমৃত সিদ্ধি যোগও তৈরি হচ্ছে।
মহা শিবরাত্রি উপলক্ষে মহাকুম্ভে স্নানের বিশেষ তাৎপর্য রয়েছে। এই দিনে, ব্রহ্ম মুহুর্তের সময় পবিত্র সঙ্গমে স্নান করলে পুণ্য লাভ হয়।
যদি একান্তই তা সম্ভব না হয়, তাহলে স্নানের জলে গঙ্গাজল মিশিয়ে বাড়িতে স্নান করতে পারেন। এরপর সারা দিন উপবাস করতে পারেন। বালি বা কাদামাটি দিয়ে শিবলিঙ্গ তৈরি করে গঙ্গা জল দিয়ে জলাভিষেক করুন।
পঞ্চামৃত নিবেদন করুন। রাতে ঘিয়ের প্রদীপ জ্বালান এবং ৪ বার মহাদেবের পুজো করুন। বিশ্বাস, এই সময়ে ত্রিবেণী সঙ্গমে স্নান করে উপোস করলে ভগবান শিবের কৃপায় শুভ ফল লাভ করবেন। জীবনে সুখ-সমৃদ্ধি আসে।