ব্রহ্ম মুহূর্তে সারতে হবে রাজকীয় স্নান! কখন শুরু কখন শেষ জানেন তো?
credit: Getty Images
TV9 Bangla
আজ শুরু হল মহাকুম্ভ। বাংলা পঞ্জিকা মতে, ১৩ জানুয়ারি ২০২৫ সারাদিন বৈধৃতি যোগ ও এবং বিষকুম্ভ যোগের প্রভাব থাকবে। দুপুর ২টো ৩৫ মিনিট থেকে বেলা ৩টে ১৯ মিনিট পর্যন্ত থাকবে বিজয় মুহূর্ত।
দেশ-বিদেশ থেকে কোটি কোটি ভক্ত ছুটে আসছেন এই কুম্ভ মেলায় অংশ নেওয়ার জন্য। বিশ্বাস মহাকুম্ভে রাজকীয় স্নান করলে জীবনের সব পাপ ধুয়ে যায়।
যখন তখন স্নান করলেই কিন্তু হল না। রাজকীয় স্নান করার জন্য শুভ সময় রয়েছে। হিন্দু ধর্ম মতে সেই শুভ সময় রাজকীয় স্নান সারলে তা অত্যন্ত পবিত্র একটি কাজ।
আগামীকাল মঙ্গলবার মকর সংক্রান্তি। দৃক পঞ্চাঙ্গ অনুসারে ১৪ জানুয়ারি শুরু মাঘ মাসের প্রতিপদ তিথি। ভোর ৩টে৫৬ মিনিটে শুরু হবে এই তিথি।
প্রতিপদ তিথি শেষ হবে ১৫ জানুয়ারি বুধবার ভোর ৩টে ২১ মিনিটে। নিয়ম অনুসারে এই দিনেই অনুষ্ঠীত হয় মহাকুম্ভের প্রথম রাজকীয় স্নান।
জ্যোতিষ বিদরা জানাচ্ছেন ১৪ জানুয়ারি সূর্য দেবতা ধনু রাশি ছেড়ে সকাল ৯টা ৩ মিনিটে মকর রাশিতে প্রবেশ করবেন। তবেই শুরু হবে রাজকীয় স্নানের পুণ্য যোগ।
এই সময় মহাকুম্ভ স্নানের জন্য আদর্শ। তবে ভাল ফল পেতে হলে ব্রহ্ম মুহূর্তে স্নাঙ করাটাই শ্রেয়। রাজকীয় স্নানের ব্রহ্ম মুহূর্ত শুরু হবে সকাল ৫টা ২৭ মিনিটে, শেষ হবে ৬টা ২১ মিনিটে।
শাহী স্নানের শুভ সময় সকাল ৯টা ৩মিনিট থেকে ৫টা ৪৬ মিনিট। মহাপুণ্য কাল চলবে সকাল ৯টা ৩মিনিট থেকে ১০টা ৪৮ মিনিট অবধি। বিশ্বাস এই দুই শুভ সময়ে দান ধ্যান ও পুজো করলে ভাল ফল পাওয়া যায়।