২ তারিখ মহালয়া। পিতৃপক্ষের শেষ দিন। এই দিন ভোর থেকে গঙ্গার পারে ভিড় করেন সাধারণ মানুষ। এই দিনে পূর্বপুরুষদের জলদানের উদ্দেশ্যে তর্পণ করার রীতি রয়েছে।
কথিত পিতৃপক্ষের এই সময়ে পশুদের ভেক ধরে পিতৃলোক থেকে ইহলোকে দুর্গাপুজো দেখতে আসেন আমাদের পূর্বপুরুষরা। তাই এই সময়ে কালো কুকুর, কাক, কালো গরু বাড়িতে এলে তাদের তাড়াতে নেই।
হিন্দু শাস্ত্র মতে পূর্বপুরুষদের উদ্দেশ্যে এই একপক্ষকাল জুড়ে তর্পণ করলে তাঁরা আমাদের সুখ-সমৃদ্ধির আশির্বাদ দেন। পিতৃ পুরুষদের আশির্বাদে সম্পদ বৃদ্ধি হয়।
তবে এক পক্ষকাল ধরে তর্পণ করা সম্ভব না হলেও মহালয়ার দিন জল অর্পণের রীতি বহু যুগের। এই দিন কখন তর্পণ করবেন? কোন সময় শুভ? জেনে নিন।
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে এই বছর অমাবস্যা তিথি শুরু হচ্ছে ১৫ আশ্বিন, মঙ্গলবার। অর্থাৎ ইংরেজি ক্যালেন্ডার মতে ১ অক্টোবর, মঙ্গলবার। রাত ৯টা ৪১ মিনিট।
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে অমাবস্যা তিথি শেষ হচ্ছে ১৬ আশ্বিন, বুধবার। অর্থাৎ ইংরেজি ক্যালেন্ডার মতে ২ অক্টোবর, বুধবার। রাত ১২টা ১৯ মিনিটে।
গুপ্তপ্রেশ পঞ্জিকা মতে অমাবস্যা তিথি শুরু হচ্ছে ১৪ আশ্বিন, মঙ্গলবার। অর্থাৎ ইংরেজি ক্যালেন্ডার অনুসারে ১ অক্টোবর, মঙ্গলবার, রাত ৯টা ৪ মিনিট ৫০ সেকেন্ডে।
গুপ্তপ্রেশ পঞ্জিকা মতে অমাবস্যা তিথি অমাবস্যা তিথি শেষ ১৫ আশ্বিন, বুধবার। অর্থাৎ ইংরেজি ক্যালেন্ডার মতে ২ অক্টোবর, বুধবার, রাত ১১টা ৫ মিনিট ৩৭ সেকেন্ড।