31 MAY 2025

এই বছর জামাইষষ্ঠী পালনের শুভ সময় কখন?  

credit:Pinterest

TV9 Bangla

রাত ফুরোলেই জামাই ষষ্ঠী। জ্যৈষ্ঠ মাসের শুক্ল পক্ষের ষষ্ঠী তিথিতে পালিত হয় বাঙালিদের এই বিশেষ অনুষ্ঠান। মেয়ে-জামাইয়ের মঙ্গল কামনায় মায়েরা পালন করেন ষষ্ঠী ব্রত।

জামাইকে নিমন্ত্রণ করে ভাল মন্দ খাওয়ানোর চল রয়েছে এই দিন। আদরের মেয়ের সুখী দাম্পত্য জীবনের কামনাতেই করা হয় এই ব্রত।

পাঁচ রকম ফল, পাঁচ রকম মিষ্টি সাজিয়ে দিতে হয় জামাইয়ের সামনে। শাশড়িরা মা ষষ্ঠীর ফোঁটা দেন জামাইয়ের কপালে। সময় মেনে পালন করতে হয় বাকি আচারও।

আসলে হিন্দু সংস্কার অনুসারে সব শুভ কাজের একটা নির্দিষ্ট তিথি থাকে। সেই অনুসারে আচার-অনুষ্ঠান পালন করলে তা শুভ বলে মনে করা হয়। এই বছর জামাই ষষ্ঠী পালনের শুভ সময় কখন?

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে ষষ্ঠী তিথি শুরু হচ্ছে ১৬ জ্যৈষ্ঠ, শনিবার। ইংরেজি ক্যালেন্ডার অনুসারে ৩১ মে, রাত ৮টা ১৭ মিনিটে।

ষষ্ঠী তিথি শেষ হচ্ছে ১৭ জ্যৈষ্ঠ, রবিবার। ইংরেজি ক্যালেন্ডার অনুসারে ১ জুন, রবিবার রাত ৮টার সময়।

গুপ্তপ্রেস পঞ্জিকা মতে ষষ্ঠী তিথি শুরু হচ্ছে ১৬ জ্যৈষ্ঠ, শনিবার। ইংরেজি ক্যালেন্ডার অনুসারে ৩১ মে, রাত ১২টা ৩৪ মিনিট ৫ সেকেন্ডে।

ষষ্ঠী তিথি শেষ হচ্ছে ১৭ জ্যৈষ্ঠ, রবিবার। ইংরেজি ক্যালেন্ডার অনুসারে ১ জুন, রাত ১২টা ৮ মিনিট ১৩ সেকেন্ডে। ষষ্ঠী তিথির মধ্যে যে কোনও সময় জামাই ষষ্ঠী পালন করলেই তা শুভ।