দীপান্বিতা লক্ষ্মীপুজো করার শুভ সময় কোনটা? কটার মধ্যে সারতে হবে অলক্ষ্মী বিদায়?
credit: getty images
TV9 Bangla
কার্তিক কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি। তিথিতেই পূজিত হবেন দেবী কালিকা। কেবল কালী নয়, বহু বাঙালি বাড়িতে এই অমাবস্যায় ঘটা করে পুজো দেবী লক্ষ্মীরও। কিন্তু কেন জানেন? কেন করা হয় দীপান্বিতা লক্ষ্মী পুজো?
পুরাণ মতে দেবী লক্ষ্মীর আট রূপ। আট রূপ আট রকম সম্পদের প্রতীক। তিনি সম্পদের দেবী। পার্থিব-অপার্থিব সব রকম ধন সম্পদের দেবী তিনি। তাঁর আশির্বাদে বাড়িতে সুখ শান্তি বজায় থাকে। অর্থকষ্ট থাকে না।
কথিত দেবীর আট রূপের মধ্যে সবচেয়ে প্রাচীনতম রূপ হল দেবী মহালক্ষ্মী। মহালক্ষ্মী আবার আদিলক্ষ্মী নামেও পরিচিত। দেবীর এক হাতে থাকে পদ্ম, অন্য হাতে থাকে সাদা পতাকা। বাকি দুই হাত থাকে অভয় মুদ্রা ও বরদা মুদ্রায়।
জ্যোতিষশাস্ত্র মতে আদিলক্ষ্মী বা মহালক্ষ্মীর সঙ্গে সম্পর্ক রয়েছে বৃহস্পতি গ্রহের। দীপান্বিতা অমাবস্যায় দেবী মহালক্ষ্মীর উপাসনা করলে দেবগুরু বৃহস্পতির অশুভ প্রতিকার থেকে রক্ষা পাওয়া সম্ভব।
কিন্তু কালী পুজোর দিন কখন লক্ষ্মী পুজো করা শুভ? জানেন কি? বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে অমাবস্যা তিথি শুরু হচ্ছে ১৪ কার্তিক বা ৩১ অক্টোবর বৃহস্পতিবার দুপুর ৩টে ৫৪ মিনিটে।
অমাবস্যা তিথি শেষ হচ্ছে ১৫ কার্তিক বা ১ নভেম্বর শুক্রবার, সন্ধে ৬টা ১৭ মিনিটে। এই দিনেই অলক্ষ্মী বিদায় করে মহালক্ষ্মী দেবীর আরাধনা করতে হবে।
সন্ধে বেলা প্রদোষকালে ৪টে ৫৬ মিনিট থেকে রাত ৬টা ১৭ মিনিটের মধ্যে অলক্ষ্মীর বিদায় করে শ্রী শ্রী মহালক্ষ্মী দেবীর পুজো সমাপন করতে হবে।
গুপ্তপ্রেশ পঞ্জিকা মতে অমাবস্যা তিথি শুরু হচ্ছে ১৪ কার্তিক, ৩১ অক্টোবর বৃহস্পতিবার দুপুর ৩টে ৭মিনিট ৪৩ সেকেন্ডে। তিথি শেষ হচ্ছে ১৫ কার্তিক, ১ নভেম্বর সন্ধে ৫টা ৮মিনিট ৭সেকেন্ডে। এই সময়ের মধ্যে অলক্ষ্মী বিদায় করে পুজো সমাপন করতে হবে।