ঠিক কোন সময় কোন করবেন কালী পুজোর সংকল্প? দেখে নিন তিথি!
credit: getty images
TV9 Bangla
আগামীকাল শ্যামাপুজো। বাড়িতে বাড়িতে জ্বলে উঠবে মোমবাতির আলো। সারা দিন উপোস করে মধ্য রাতে অঞ্জলি দেবেন অনেকেই। অনেকের আবার বাড়িতেই রয়েছে পুজোর ব্যপার।
কথিত এই দিন ভক্তিভরে শুদ্ধ চিত্তে দেবীর কাছে নিজের মনবাঞ্ছা জানালে দেবী কাউকে খালি হাতে ফেরান না। দয়াময়ীর কৃপায় দূর হয় অশুভ ছায়া। তাই নিয়ম মেনেই এই দিনে পুজো করা উচিত।
দেবী যেমন দয়াময়ী, তেমনই রণচণ্ডী। তাঁর ক্রোধানলে একবার পড়লে সব শেষ। তাই খুব সন্তর্পণে নিয়ম কানুন, আচার সব পালন করতে হয় মায়ের পুজোয়। অমাবস্যা তিথিতে পূজিত হন দেবী! এই বছর কখন শুরু সেই সময়?
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে অমাবস্যা শুরু হচ্ছে ১৪ কার্তিক, বৃহস্পতিবার। অর্থাৎ ইংরেজি ক্যালেন্ডার অনুসারে ৩১ অক্টোবর, বৃহস্পতিবার। তিথি পড়ছে দুপুর ৩টে ৫৪ মিনিটে।
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী অমাবস্যা শেষ হচ্ছে ১৫ কার্তিক, শুক্রবার। অর্থাৎ ইংরেজি ক্যালেন্ডার অনুসারে ১ নভেম্বর, শুক্রবার, সন্ধে ৬টা ১৭ মিনিটে।
গুপ্তপ্রেস পঞ্জিকা অনুসারে অমাবস্যা তিথি শুরু হচ্ছে ১৪ কার্তিক, বৃহস্পতিবার। ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী ৩১ অক্টোবর, বৃহস্পতিবার, দুপুর ৩টে ৭ মিনিট ৪৩ সেকেন্ডে।
গুপ্তপ্রেস পঞ্জিকা অনুসারে অমাবস্যা তিথি শেষ হচ্ছে ১৫ কার্তিক, শুক্রবার। ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী ১ নভেম্বর, শুক্রবার, সন্ধে ৫টা ৮ মিনিট ৭ সেকেন্ডে।
এই বছর মা তারার আবির্ভাব ঘটছে রাত ১০টা ৫৬ মিনিট থেকে ১১টা ৪৪ মিনিটের মধ্যে। তাই শ্যামাপুজো করার জন্যও সবচেয়ে ভাল সময় হল এই রাতের সময়টি। এই সময় পুজোর সংকল্প করা শুভ বলে মনে করা হয়।