দোলের দিন পুজো করার শুভ সময় কখন? হোলিকা দহন হবে কটার সময়?
credit:PTI
TV9 Bangla
বাঙালির কাছে যা দোল যাত্রা নামে পরিচিত, গোটা দেশ তা হোলি রূপে পালিত হয়। শাস্ত্র মতে এই দিন যুগলে রঙের খেলায় মেতে ওঠেন রাধা-কৃষ্ণ, তাই এই উৎসবের সঙ্গে বিশেষ যোগ রয়েছে প্রেমেরও।
এই বছর দোল পড়েছে ১৪ মার্চ। আবার ওই দিন রয়েছে বছরের পরথরম চন্দ্রগ্রহণ। শাস্ত্র মতে এই দিন সঠিক সময়ে নারায়ণের পুজো করলে জীবনে উন্নতি হয়। জানেন দোলের পুজো করার শুভ সময় কোনটা?
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে পূর্ণিমা তিথি শুরু ইংরেজি ১৩ মার্চ, বৃহস্পতিবার। বাংলা ক্যালেন্ডার অনুসারে ২৯ ফাল্গুন। সকাল ১০টা ৩৭ মিনিটে।
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে পূর্ণিমা তিথি শেষ ইংরেজি ১৪ মার্চ, শুক্রবার। বাংলা ক্যালেন্ডার অনুসারে ৩০ ফাল্গুন। দুপুর ১২টা ২৫ মিনিটে।
গুপ্তপ্রেস পঞ্জিকা মতে পূর্ণিমা তিথি আরম্ভ ইংরেজি ১৩ মার্চ, বৃহস্পতিবার। বাংলা ক্যালেন্ডার অনুসারে ২৮ ফাল্গুন। সকাল ১০টা ২২মিনিট ২৩ সেকেন্ডে।
গুপ্তপ্রেস পঞ্জিকা মতে পূর্ণিমা তিথি শেষ ইংরেজি ১৪ মার্চ, শুক্রবার। বাংলা ক্যালেন্ডার অনুসারে ২৯ ফাল্গুন। সকাল ১১টা ৩৩ মিনিট ৪৯ সেকেন্ডে।
গুপ্তপ্রেস পঞ্জিকা মতে পূর্ণিমা তিথি শেষ ইংরেজি ১৪ মার্চ, শুক্রবার। বাংলা ক্যালেন্ডার অনুসারে ২৯ ফাল্গুন। সকাল ১১টা ৩৩ মিনিট ৪৯ সেকেন্ডে।
১৩ মার্চ হবে ন্যাড়া পোড়া এবং হোলিকা দহন। শাস্ত্রমতে, হোলিকা দহনের শুভ সময় ১৩ মার্চ রাত ১১:২৬ থেকে ১২:৩০ পর্যন্ত হবে। হোলিকা দহনের মোট সময় হবে ১ ঘণ্টা ৪ মিনিট।